আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির মাগডেবার্গ শহরের একটি ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়ি চাপার ঘটনায় ১ শিশুসহ ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৬৮ জন।
শুক্রবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স। এ সময় আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় সন্দেহভাজন ১ জনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: রাশিয়ার কুরস্কে ইউক্রেনের হামলায় নিহত ৬
পুলিশ জানায়, আটক সন্দেহভাজন ব্যক্তি সৌদি আরবের নাগরিক তার বয়স ৫০ বছর। তিনি পেশায় একজন চিকিৎসক।
তবে প্রথামিকভাবে ধারণা করছি, ঐ ব্যক্তি একাই গাড়ি চালিয়ে হামলা করেছে। কিন্তু এই হামলার কারন জানা যায়নি। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ আগামীকাল দুর্ঘটনার অঞ্চলটি পরিদর্শন করবেন। এই ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরবসহ বিভিন্ন দেশ।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            