আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানের পূর্ব উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: বুরুন্ডিতে বন্দুক হামলা, নিহত ২০
রোববার (২৪ ডিসেম্বর) ৬.৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের (জিএফজেড) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
আরও পড়ুন: ৪১ দেশে ছড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট
দেশটির আবহাওয়া ব্যুরো বলছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের তাইতুং কাউন্টি থেকে ১৬.৫ কিলোমিটার গভীর সমুদ্রে এবং উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
রয়টার্স জানায়, তাইওয়ানের বৃহত্তর জনপদে সামান্য ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে দেশটির রাজধানী তাইপে ভূমিকম্প অনুভূত হয়নি। এই ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: একদিনে ১০০ ফিলিস্তিনি নিহত
প্রসঙ্গত, তাইওয়ান ২ টি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত, যার কারণে দেশটি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত।
সান নিউজ/ এসকে