খেলা

নারীরা ফুটবলার হতে চাইলেই হিজাব উপহার

স্পোর্টস ডেস্ক: ফিনল্যান্ড ফুটবল ফেডারেশন নারী খেলোয়াড়দের ফুটবলে আগ্রহী করতে অনন্য এক উদ্যোগ নিয়েছে। সব জাতিগোষ্ঠীর মানুষ যেন এই খেলায় আগ্রহ পায়, তা নিশ্চিত করতে মুসলিম নারী খেলোয়াড়দের হিজাব উপহার দিচ্ছে সংস্থাটি।

ফিনল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের নারী ফুটবল উন্নয়ন বিভাগের প্রধান হেইডি পিহলাজার বিশেষ উদ্যোগে এই কাজ চলছে। তিনি জানিয়েছেন, যেসব খেলোয়াড় হিজাব পরতে আগ্রহী, তাদেরকে তারা হিজাব উপহার দেয়ার ব্যবস্থা করেছেন। এরই মধ্যে অনেকেই এই হিজাব নিয়েছেন।

পিহলাজা জানান, সাংস্কৃতিক বৈসাদৃশ্য ও খরচের কারণে ফুটবলে আগ্রহ থাকা সত্ত্বেও অনেক শিশু খেলতে পারছে না। ফিনল্যান্ডে অভিবাসীদের খেলাধুলায় আগ্রহী করাতেই এমন উদ্যোগ বলে জানান তিনি।

এ ব্যাপারে পিহলাজা বলেন, ‘ফিনল্যান্ডে অভিবাসী মেয়েদেরকে ফুটবলে আনা খুব কঠিন। তাই আমরা সবাইকে আমন্ত্রণ জানানোর ব্যবস্থা করেছি। ধর্ম যা-ই হোক না কেন, কিংবা স্কার্ফ পরতে চাক বা না চাক সবাই এখানে আসতে পারবে।’

পিহলাজার ধারণা, এভাবে হিজাব দিয়ে সবার মধ্যে ফুটবল খেলাটা ছড়িয়ে দেয়া সহজ হবে।

অনেকেই এই প্রকল্পকে ইতিবাচকভাবে দেখছেন। আবার অনেকেই সমালোচনা করে বলছেন, ‘এই প্রকল্পের মাধ্যমে নারীদের নীচু করা হচ্ছে, ধর্মকে খেলায় টেনে আনা হচ্ছে।’

রাজধানীর হেলসিংকির ভান্তা অঞ্চলের ক্লাব ভিজেএসে খেলে নাস্রো বাহনান হালবাদে। গত এক বছর ধরে সে ফুটবল খেলছে। ১৩ বছর বয়সী এই কিশোরী হিজাব নিয়ে উচ্ছ্বাসের কথা জানিয়ে বলেন, ‘সাধারণ হিজাবের মতো এটি বাতাসে বেশি ওড়ে না, শার্টেও ঢুকিয়ে রাখতে হয় না। এমন উপহার পেয়ে আমি খুশি।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা