খেলা

সুইজারল্যান্ডে স্বর্ণজয়ের অপেক্ষায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ইতিহাস গড়ার অপেক্ষায় রোমানা সানা-দিয়া সিদ্দিকীর জুটি। বাংলাদেশের এ দুই আর্চার আজ সুইজারল্যান্ডে আর্চারি বিশ্বকাপের ফাইনালের মঞ্চে লাল-সবুজের পতাকা উড়াবেন।

দেশের ৫০ বছরের ক্রীড়া ইতিহাসে এই প্রথম বৈশ্বিক কোনো প্রতিযোগিতার ফাইনাল খেলছে বাংলাদেশ। রোমান-দিয়া জুটি বাংলাদেশকে দিচ্ছে আরেকটি 'প্রথম' জয়ের হাতছানি- আর্চারি বিশ্বকাপের প্রথম স্বর্ণ! স্বর্ণ জয়ের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকেল সাড়ে ৩টায়।

বাংলাদেশের আর্চাররা এশিয়ান গ্রাঁ প্রিঁ ও দক্ষিণ এশিয়ান গেমসের মতো প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতলেও বিশ্বকাপ আর্চারি, বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ কিংবা এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের মতো বড় মঞ্চে কখনও ফাইনাল খেলেননি। এবার সেই সুযোগটি তৈরি করেছেন রোমান-দিয়া জুটি।

সাফল্য পেতে আত্মবিশ্বাসী তারা। সুইজারল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় রোমান বলেন, 'আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন স্বর্ণ জিততে পারি।' অভিজ্ঞ রোমানের সঙ্গে জুটি বেঁধে ইতিহাস গড়ার অপেক্ষায় থাকা ১৭ বছর বয়সী দিয়াও কথা বলেছেন জয়ের প্রত্যয়ে, 'দোয়া করবেন আমরা যেন সেরাটা দিতে পারি।'

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ফাইনালে উঠতে বাংলাদেশকে কঠিন পথ পেরিয়ে আসতে হয়েছে। সেমিফাইনালে কানাডাকে ৫-৩ সেটে হারায় বাংলাদেশ। প্রথম দুই সেটে বাংলাদেশ জেতে যথাক্রমে ৩৭-৩২ ও ৪০-৩৭ ব্যবধানে। তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩৭-৩৬ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। চতুর্থ সেট ৩৫-৩৫ ব্যবধানে টাই হওয়ায় বাংলাদেশ উঠে যায় ফাইনালে।

এর আগে কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে ৫-৪ সেট পয়েন্টে জিতেছে রোমানা-দিয়া জুটি। প্রথম রাউন্ডে তারা ইরানকে ৫-৩ সেটে এবং দ্বিতীয় রাউন্ডে জার্মানিকে ৫-১ সেটে হারায়।

২০১৯ সালে আর্চারির বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন রোমান। সেবার রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের এই আর্চার। এবার সুইজারল্যান্ডে রিকার্ভ এককে ভালো করতে পারেননি। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। দিয়া সিদ্দিকীও প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন।

তবে এই দুই আর্চার জুটি বেঁধে বাংলাদেশকে তুলেছেন ফাইনালে। দেখার বিষয়, আজ তারা বাংলাদেশকে স্বর্ণ এনে দিতে পারেন কিনা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির ভিডিও ভাইরাল, এনসিপি নেতাকে শোকজ

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ...

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান বাংলাদেশের বোয়িং

ইতালির রোমে আটকা পড়েছে বিমানের একটি বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজ।বিমানটিতে ২...

বাংলাদেশে জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ আনুষ্ঠানিকভাবে দায়িত...

নির্বাচন কমিশন অভিমুখী মিছিল থেকে রাহুল–প্রিয়াঙ্কা আটক

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক...

গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার ৪ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আল–জাজিরার চার সাংবাদিক নিহত হয়েছেন...

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করে ‘না’ ভোটের বিধান ফিরি...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা