খেলা

সুইজারল্যান্ডে স্বর্ণজয়ের অপেক্ষায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ইতিহাস গড়ার অপেক্ষায় রোমানা সানা-দিয়া সিদ্দিকীর জুটি। বাংলাদেশের এ দুই আর্চার আজ সুইজারল্যান্ডে আর্চারি বিশ্বকাপের ফাইনালের মঞ্চে লাল-সবুজের পতাকা উড়াবেন।

দেশের ৫০ বছরের ক্রীড়া ইতিহাসে এই প্রথম বৈশ্বিক কোনো প্রতিযোগিতার ফাইনাল খেলছে বাংলাদেশ। রোমান-দিয়া জুটি বাংলাদেশকে দিচ্ছে আরেকটি 'প্রথম' জয়ের হাতছানি- আর্চারি বিশ্বকাপের প্রথম স্বর্ণ! স্বর্ণ জয়ের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকেল সাড়ে ৩টায়।

বাংলাদেশের আর্চাররা এশিয়ান গ্রাঁ প্রিঁ ও দক্ষিণ এশিয়ান গেমসের মতো প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতলেও বিশ্বকাপ আর্চারি, বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ কিংবা এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের মতো বড় মঞ্চে কখনও ফাইনাল খেলেননি। এবার সেই সুযোগটি তৈরি করেছেন রোমান-দিয়া জুটি।

সাফল্য পেতে আত্মবিশ্বাসী তারা। সুইজারল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় রোমান বলেন, 'আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন স্বর্ণ জিততে পারি।' অভিজ্ঞ রোমানের সঙ্গে জুটি বেঁধে ইতিহাস গড়ার অপেক্ষায় থাকা ১৭ বছর বয়সী দিয়াও কথা বলেছেন জয়ের প্রত্যয়ে, 'দোয়া করবেন আমরা যেন সেরাটা দিতে পারি।'

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ফাইনালে উঠতে বাংলাদেশকে কঠিন পথ পেরিয়ে আসতে হয়েছে। সেমিফাইনালে কানাডাকে ৫-৩ সেটে হারায় বাংলাদেশ। প্রথম দুই সেটে বাংলাদেশ জেতে যথাক্রমে ৩৭-৩২ ও ৪০-৩৭ ব্যবধানে। তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩৭-৩৬ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। চতুর্থ সেট ৩৫-৩৫ ব্যবধানে টাই হওয়ায় বাংলাদেশ উঠে যায় ফাইনালে।

এর আগে কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে ৫-৪ সেট পয়েন্টে জিতেছে রোমানা-দিয়া জুটি। প্রথম রাউন্ডে তারা ইরানকে ৫-৩ সেটে এবং দ্বিতীয় রাউন্ডে জার্মানিকে ৫-১ সেটে হারায়।

২০১৯ সালে আর্চারির বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন রোমান। সেবার রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের এই আর্চার। এবার সুইজারল্যান্ডে রিকার্ভ এককে ভালো করতে পারেননি। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। দিয়া সিদ্দিকীও প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন।

তবে এই দুই আর্চার জুটি বেঁধে বাংলাদেশকে তুলেছেন ফাইনালে। দেখার বিষয়, আজ তারা বাংলাদেশকে স্বর্ণ এনে দিতে পারেন কিনা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পেহেলগাম হামলার প্রতিশোধ নিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদী

কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় বহু সৈন্য প্রাণ হার...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ বুধবার (...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

"আমি এখন আমেরিকা চালাই, পৃথিবীও চালাই" : ট্রাম্পের দাবির তাৎপর্য

সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিতর্কিত মন্তব্য নতুন...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা