খেলা

ঢাকা লিগের না পিএসএল 

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান। ভারত থেকে ফেরায় বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন টাইগার অলরাউন্ডার।

আইপিএলের পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার কথা ছিল সাকিবের। তবে এই টুর্নামেন্টের পরিবর্তে দেশের ঘরোয়া টুর্নামেন্টের আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) খেলতে চান সাকিব।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের বরাত দিয়ে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের তরিকুল ইসলাম টিটো জানিয়েছেন, নিষেধাজ্ঞার কারণে ২০১৯-২০ মৌসুমে ডিপিএলের কোন দলেই ছিলেন না সাকিব।

তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় ডিপিএল খেলতে চান বাঁহাতি অলরাউন্ডার। সকল নিয়ম মেনে সাকিবকে দলে নিতে চায় মোহামেডান। এজন্য ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।

তরিকুল ইসলাম টিটো বলেন, ‘আমরা সাকিবের স্বাক্ষরিত একটি চিঠি সিসিডিএম বরাবর দাখিল করেছি। যেখানে বলা আছে সাকিব মোহামেডানের হয়ে এবার ডিপিএলে অংশ নিতে চান।’

করোনাভাইরাসের কারণে গতবছর ডিপিএল মাঠে গড়ালেও এক রাউন্ড পর স্থগিত হয়ে যায়। এরপর চলতি মাসের শুরুতে এই টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও সেটি সম্ভব হয়নি। পরে সিসিডিএম থেকে জানানো হয়, এ মাসের ৩১ তারিখ থেকে শুরু হবে টুর্নামেন্টের বাকি অংশ। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার আর পঞ্চাশ ওভারে নয়, আসর বসবে কুড়ি ওভারের ফরম্যাটে।

২০১৯-২০ মৌসুমে মোহামেডানের অধিনায়কের দায়িত্ব পড়েছিল বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের কাঁধে। তবে এবার আর মাঠে নামার সুযোগ নেই রাজ্জাকের। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব নিয়ে ক্রিকেট ছেড়েছেন তিনি।

রাজ্জাকের পরিবর্তে সাকিবকে দলে চাইছে মোহামেডান। সাকিবও খেলার বিষয়ে সম্মতি জানিয়েছেন। এজন্য আগামী ২ জুন থেকে শুরু হতে যাওয়া পিএসএলের বাকি অংশে খেলার সুযোগ পেলেও সেটি ছাড়তে রাজি সাকিব।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা