খেলা

ছোট ভাই উমরের জরিমানা দেবেন কামরান!

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান দলে লম্বা সময় একসঙ্গে খেলেছেন দুই ভাই কামরান আকমল ও উমর আকমল। কিন্তু এখন দীর্ঘদিন ধরেই দলের বাইরে দুই ভাই। তবে উমর আকমলকে টি-টোয়েন্টি দলে ফেরানো উচিত বলে বিশ্বাস করেন বড় ভাই কামরান আকমল।

টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তান দলের বর্তমান মিডল অর্ডার দুশ্চিন্তা দূর করার কাজটি ভালোভাবেই করতে পারবেন উমর, এমনটাই আশা কামরানের। যদিও এখন জাতীয় দলের আশপাশেও নেই উমর।

থাকবেনই বা কী করে! সম্প্রতি জুয়াড়িদের প্রস্তাব গোপন রাখার দায়ে এক বছরের নিষেধাজ্ঞা ভোগ করেছেন উমর। পাশাপাশি গুনতে হচ্ছে ৪২ লাখ ৫০ হাজার ডলারের জরিমানাও। ২০১৯ সালের ডিসেম্বরে সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ৩০ বছর বয়সী এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

তবু নিজের ভাইকে জাতীয় দলে চাইছেন কামরান। ক্রিকেট পাকিস্তানকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘উমর আকমলকে বিবেচনায় রাখা উচিত। ওর শাস্তির বিষয়টি এখন শেষ হয়েছে। আমাদের এখন উচিত দেরি না করে ওর পুনর্বাসনের বিষয়ে নজর দেয়া।’

তিনি আরও যোগ করেন, ‘হাই পারফরম্যান্স ক্যাম্পে উমরকে নিয়ে কাজ করা উচিত পিসিবির। যেমনটা অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে করা হয়। যাতে ও ঘরোয়া ক্রিকেট ও পাকিস্তান সুপার লিগের পরবর্তী আসরের জন্য তৈরি হতে পারে।’

এসময় প্রয়োজনের উমরের জরিমানার অর্থ নিজের পারিশ্রমিক থেকে দেয়ার কথাও বলেন কামরান, ‘জরিমানার যে বিষয়টি আছে, উমর যদি এটি দিতে না পারে, তাহলে আমার পিএসএলের পারিশ্রমিক থেকে এটি কেটে রাখতে বলবো পিসিবিকে।’

শুধু নিজের ভাইকে দলে নেয়ার কথাই বলেননি কামরান, তিনি ব্যাট ধরেছেন দুই অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক ও ইমাদ ওয়াসিমের পক্ষেও। কামরানের মতে, পরীক্ষানিরীক্ষা বাদ দিয়ে এখন মালিক ও ইমাদকেই দলে রাখা উচিত পাকিস্তানের।

এ ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেছেন, ‘তারা একের পর এক পরীক্ষানিরীক্ষা চালিয়ে হয়রান হয়ে পড়েছে। তবু তা থামানোর নাম নেই।

পাকিস্তান দলের মিডল অর্ডারে এখন শোয়েব আখতারের মতো অভিজ্ঞ খেলোয়াড় দরকার। আর ইমাদ ওয়াসিম বিশ্রাম চাইল, তারা বাদই দিয়ে দিলো। তারা এমন করলো কেনো?’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোরআন-সুন্নাহর শাসনই চূড়ান্ত লক্ষ্য: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বল...

মিডিয়ার হাতে গোপনীয়তা খুন!

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া অভিযোগ করেছেন,...

সচিবালয়ের পথে শিক্ষকরা, কর্মবিরতি গড়াল দ্বিতীয় দিনে

২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এ...

স্বাধীনতার কোনো মূল্য হয় না; এটা অমূল্য

ইসরায়েলের কারাগারে বন্দিজীবন থেকে মুক্তি পাওয়া ফ...

বিচার ব্যবস্থায় নতুন যুগ, শুরু অনলাইন জামিননামা কার্যক্রম

হয়রানির অবসানে জামিন কার্যক্রমে যুক্ত হচ্ছে প্রযুক...

শিপ ব্রেকার্স নির্বাচনের ফল ঘোষণার আগেই কমিশনের পদত্যাগ

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) বহুল আ...

ঢাকা কলেজের ঐতিহ্য রক্ষায় প্রাক্তন শিক্ষার্থীদের ১০ দাবি

ঢাকা কলেজের ঐতিহ্য রক্ষা এবং ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত খসড়া অধ্...

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার এখন রশিদ খান 

বাংলাদেশকে হোয়াইটওয়াশের পর ওয়ানডের বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল...

চলমান চাকসু নির্বাচনে কর্মকর্তার সই ছাড়াই ৪০০ ব্যালট বাক্সে

চাকসু নির্বাচনে বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেলের নির্বাচন পর্যবেক্ষক তৌহিদ...

গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ ঘটবে

গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা