খেলা

‌নেইমার না থাকলেও জিততে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শনিবার বাংলাদেশ সময় ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল ফুটবল দল। তবে এই ম্যাচটিতে খেলতে পারবেন না দলের অন্যতম বড় তারকা নেইমার জুনিয়র। কুচকির ইনজুরির কারণে তাকে ছাড়াই খেলতে হবে ব্রাজিলকে।

এই ইনজুরির কারণে প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে তিনটি ম্যাচ খেলতে পারেননি নেইমার। তার না থাকাটা ব্রাজিল দলের জন্যও অনেক বড় এক ধাক্কা। তবে এটিকে বড় করে দেখে নিজেদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে রাজি নন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস।

ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডের মতে, নেইমার না থাকলেও ব্রাজিল দলে ম্যাচ জেতানোর মতো যথেষ্ঠ শক্তি রয়েছে। যেমনটা দেখা গেছে, গত বছরের কোপা আমেরিকায়। তাই নেইমার না থাকাকে কোনো অজুহাত হিসেবে দেখাতে রাজি নন জেসুস।

ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের আগে হেসুস বলেছেন, ‘ক্লাব এবং আমাদের জাতীয় দলের হয়ে নেইমারের গুরুত্ব সম্পর্কে আমরা সবাই কথা বলি যে, সে দলকে যা দিয়েছে এবং প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। আমি তার বড় ভক্ত।’

তিনি আরও যোগ করেন, ‘কিন্তু যখন জাতীয় দলের প্রসঙ্গ আসে, তখন সবাইকে সমান দায়িত্ব ভাগ করে নিতে হয়। সবকিছু তার (নেইমার) ওপর ছেড়ে দেয়ার সুযোগ নেই। সবাই এখানে কোনো না কোনো কারণেই সুযোগ পেয়েছে।’

এসময় জেসুস জানান, নেইমারকে ছাড়াও জিততে পারে ব্রাজিল। যেমনটা আগেও দেখা গেছে, ‘নেইমার দলে থাকলে আমাদের জয়েরস সম্ভাবনা বেড়ে যায়। তবে সেলেসাওরা এটিও দেখিয়েছে যে, আমরা নেইমারকে ছাড়াও খেলতে পারি। আমরা সবসময় চাই নেইমার মাঠে থাকুক। যেহেতু সে সবসময়ই অবদান রাখে।’

‘কিন্তু এবার সে খেলতে পারবে না। এখন আমরা যেহেতু তার গুরুত্ব জানি, তাই দায়িত্বটা সবার ভাগ করে নিতে হবে। দলে যাদেরই নেয়া হয়েছে, তাদের সবারই ব্রাজিলকে জেতানোর যোগ্যতা রয়েছে। এমনকি তরুণ খেলোয়াড় হলেও, এখানে আমার অনেক ভাল স্মৃতি রয়েছে। এই জার্সি গায়ে জড়ানো সবসময়ের স্বপ্ন ছিল আমার।’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধিপত্য বিস্তার নিয়ে নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে ও ম...

নতুন লুকে ‘গোঁফ’ নিয়ে হাজির শাকিব খান

শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসে; আর এতে দর...

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, কেউ নিয়ে যাবেন’– হাসপাতালের শিশু

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে সম্প...

ঘরোয়া লিগ না হওয়ায় ক্ষুব্ধ নেপালি ফুটবলারদের বিক্ষোভ

গত দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে নেপাল ফুটবলের 'এ' ডিভিশন লিগ। এ...

উত্তেজনা চাই না, কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিলেন রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, বাং...

রোববার থেকে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে অনির্দি...

বিএনপির এক নেতা আরেক নেতাকে বললেন সন্ত্রাসের গডফাদার–চাঁদাবাজ 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌ...

দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন...

ভালুকায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করায় বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে প্রকাশ্যে লাঞ্ছিত করা, মুক্...

কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সন্ত্রাস বিরোধী আইনে মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মো....

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা