খেলা

টানা ৪ ম্যাচে হার পাঞ্জাবের

স্পোর্টস ডেস্ক:

আইপিএলে এবার কোন ভাবেই ঘুরে দাঁড়াতে পারছেন না কিংস ইলেভেন পঞ্জাব। টানা ৪ ম্যাচে হার প্রীতি জিনতার দলের। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬৯ রানে হারে কিংস ইলেভেন পঞ্জাব। রানের পাহাড়ে চাপা পড়ে সানরাইজার্স হায়দরাবাদের কাছে একপ্রকার আত্মসমর্পণ করে পাঞ্জাব।

ওয়ার্নারদের ছুঁড়ে দেওয়া ২০২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৩২ রানেই গুটিয়ে গেল কেএল রাহুলদের ইনিংস। বড় রান তাড়া করতে নেমে নিকোলাস পুরান (৭৭) ছাড়া সেই অর্থে কেউ ব্যাট হাতে দাগ কাটতে পারলেন না পঞ্জাবের কোনও ব্যাটসম্যানই। ফল যা হওয়ার তাই হল। ৬৯ রানে হেরে টানা চতুর্থ ম্যাচে পরাজিত হয়ে লিগ টেবিলের একেবারে শেষেই রইল পাঞ্জাব।

অন্যদিকে, ষষ্ঠ ম্যাচে টুর্নামেন্টে তৃতীয় জয় ছিনিয়ে নিয়ে তৃতীয়স্থানে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ। বড় রান তাড়া করতে নেমে এদিন ব্যর্থ পাঞ্জাবের ওপেনিং জুটি। দলীয় ১১ রানের মাথায় ব্যক্তিগত ৯ রানে ফেরেন মায়াঙ্ক আগরওয়াল। এরপর ১১ রানে ফেরেন উইকেটরক্ষ সিমরান সিং। ১১ রানে আউট হন অধিনায়ক কেএল রাহুলও। দলের রান তখন ৩ উইকেটে ৫৮। এরপর ব্যাটে ঝড় তুলে ম্যাচের মোড় কিছুটা ঘোরানোর চেষ্টা করেছিলেন উইন্ডিজ ব্যাটসম্যান নিকোলাস পুরান।

গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে চতুর্থ উইকেটে তার ৪৭ রানের জুটিতে কিছুটা আশার আলো দেখেছিল কিংস ইলেভেন। কিন্তু তরুণ প্রিয়ম গর্গের দুরন্ত ফিল্ডিংয়ে ম্যাক্সওয়েল (৭) রান আউট হতেই কার্যত সব আশা শেষ হয়ে যায় পাঞ্জাবের। অর্ধশতরান পূর্ণ করে পুরান একা লড়াই চালালেও তাকে সঙ্গ দেওয়ার আর কেউ ছিলেন না। এদিকে নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিতে থাকেন রশিদ খান, খলিল আহমেদ, নটরাজনরা। ৩৭ বলে ৭৭ রান করে (৫টি চার এবং ৭টি ছয়) ১৫তম ওভারে রশিদ খানের শিকার হন পুরান।

এদিন, পাঞ্জাবের ৭ জন ব্যাটসম্যান আউট হন এক অঙ্কের রানে। শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে ১৩২ রানেই গুটিয়ে যায় পাঞ্জাব ব্রিগেড। হায়দরাবাদের হয়ে এদিন বল হাতে আবারও অনবদ্য রশিদ খান ৪ ওভারে ১২ রান দিয় নেন ৩ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নেন খলিল আহমেদ এবং নটরাজন। ১টি উইকেট অভিষেক শর্মার দখলে।

এর আগে টস জিতে এদিন দুবাইয়ে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বেয়ারস্টোর সঙ্গে তার ওপেনিং পার্টনারশিপে ১৬০ রানই জয়ের ভিত গড়ে দেয় হায়দরাবাদের। ৪০ বলে ৫২ রান করেন অধিনায়ক। নিশ্চিত শতরান হাতছাড়া করে আউট হন বেয়ারস্টো। ৭টি চার এবং ৬টি ছয়ের সাহায্যে ৫৫ বলে বিধ্বংসী ৯৭ রানের ইনিংস খেলে আউট হন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান। কেন উইলিয়ামসনের ১০ বলে অপরাজিত ২০ এবং অভিষেক শর্মার ৬ বলে ১২ রানে ভর করে শেষ ২ ওভারে ২৬ রান যোগ করে হায়দরাবাদ। ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ২০১ রান তোলে হায়দরাবাদ।

সাননিউজ/আরএইচ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কম খরচে বেশি লাভ, মাদারীপুরে আখ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

একসময় মাদারীপুর জেলায় ব্যাপক পরিমাণে আখ চাষ হলেও দীর্ঘমেয়াদি ফসল হওয়ায় কৃষকরা...

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সড়কে দুর্ঘটনা, আহত এক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরীণ সড়কে শাটলকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্...

অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন 

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তার পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণ...

জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না সরকার

ইসলামী বক্তা, ভারতীয় বংশোদ্ভূত জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দ...

ঢাকা-১৪ আসনে বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে প্রথম পদযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা-১৪ আসনের মনোনীত প্রার্থী সানজিদা ইসল...

গুম প্রতিরোধ আইনে চূড়ান্ত অনুমোদন, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

গুম প্রতিরোধ অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন, সর্বোচ্চ স...

সৌদি আরবে ১৭ হাজার নারী শিক্ষকে দেয়া হবে সংগীত প্রশিক্ষণ

সৌদি আরব সরকার বিদ্যালয় পর্যায়ে সংগীত শিক্ষা চালুর বড় পদক্ষেপ নিয়েছে। দেশের শ...

‘ঘি আমাদের লাগবেই, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব’ — নো হাংকি পাংকি

জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণভোটের দাবিতে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জামা...

একদিনের চাঁদাবাজি দিয়ে প্রতিদিন গণভোট দেয়া যাবে: ডা. তাহের

দৈনিক যে পরিমাণ চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিন একটা গণভোট দেওয়া যাবে বলে মন্তব...

জুলাই সনদ বাস্তবায়ন ঐক্যের দায় কার?

এস.এম হাসানুজ্জামান: বাংলাদেশের রাজনীতি আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা