জাতীয়

পেটের ভেতর সাড়ে ৫ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক: পাকস্থলীতে করে সাড়ে পাঁচ হাজার ইয়াবা বহনের সময় ঢাকায় র‌্যাব-২ এর হাতে গ্রেপ্তার হয়েছে দুই যুবক। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হলেও র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় বৃহস্পতিবার।

দুপুরে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার দুইজন হলেন মো. মামুন মল্লিক এবং দীপ্ত হালদার ওরফে দীপ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুর এলাকায় মাদকের একটি বড় চালান আনার খবর পেয়ে র‌্যাব-২ এর একটি দল কলেজগেটের মুক্তিযোদ্ধা টাওয়ার এলাকায় অবস্থান নেয়। সেখান থেকে সন্দেহভাজন মাদক কারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাবের ওই দলটি।

র‌্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদের প্রথমদিকে তারা মাদকদ্রব্য বহনের বিষয়টি অস্বীকার করলেও আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের আরও জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা বাহ্যিকভাবে মাদক বহন না করে বিশেষ কায়দায় ছোট পলিথিনের পুটুলি তৈরি করে তা গিলে ফেলেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সন্দেহজনক হওয়ায় তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক এক্স-রে করে তাদের পেটের ভেতরে বাহ্যিক বস্তুর অস্তিত্ব পায়। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় মামুন মল্লিকের পায়ুপথ দিয়ে ৭৫টি ক্যাপসুল সাদৃশ্য পুটুলি এবং দীপ্ত হালদার ওরফে দীপের পেট থেকে ৩৫টি পুটুলি বের করা হয়। এসব পুটুলি থেকে মোট ৫ হাজার ৫৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়, তারা পারস্পারিক যোগশাজসে দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী জেলাসমূহ থেকে মাদক পরিবহন করে নিয়ে আসছে এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছে। মাদক পরিবহনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা নিত্যনতুন পদ্ধতি অবলম্বন করতো। সম্প্রতিকালে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তল্লাশি বেড়ে যাওয়ায় তাদের দৃষ্টি এড়াতে পাকস্থলীতে করে লুকিয়ে ইয়াবা পরিবহন করছিল। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির ভিডিও ভাইরাল, এনসিপি নেতাকে শোকজ

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ...

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান বাংলাদেশের বোয়িং

ইতালির রোমে আটকা পড়েছে বিমানের একটি বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজ।বিমানটিতে ২...

বাংলাদেশে জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ আনুষ্ঠানিকভাবে দায়িত...

নির্বাচন কমিশন অভিমুখী মিছিল থেকে রাহুল–প্রিয়াঙ্কা আটক

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক...

গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার ৪ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আল–জাজিরার চার সাংবাদিক নিহত হয়েছেন...

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করে ‘না’ ভোটের বিধান ফিরি...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা