নিজস্ব প্রতিনিধি: পবিত্র আল আকসা মসজিদ উদ্ধার সহ উগ্রবাদী ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ দাবি জানিয়েছে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন, বাংলাদেশ।
বৃহস্পতিবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসরায়েল ধারাবাহিকভাবে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে, মানুষ হত্যা করছে। হামলার শিকার থেকে বাদ যাচ্ছে না শিশুরাও। ফিলিস্তিনি জনগণকে তাদের নিজ বাসভূমি থেকে উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।
সিরিয়া, ইরাক, লিবিয়া, ইন্ডিয়া এবং আরাকানসহ বিভিন্ন জায়গায় ধর্ম জাতি বর্ণ বিভিন্ন ছদ্মবেশে উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তি ভয়াবহ হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
তারা বলেন, ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর আগ্রাসন পুরোপুরি অগ্রহণযোগ্য ও অসহনীয়। ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের এই আগ্রাসন ক্রমবর্ধমান। এই ন্যাক্কারজনক হামলার আনুষ্ঠানিক নিন্দা ও প্রতিবাদ সবার জানানো উচিত।
বক্তারা আরও বলেন, পাশবিক শক্তির নৃশংসতা, হত্যা ও ধৃষ্টতার বিরুদ্ধে কেবল প্রতিবাদ মিছিল ও নিন্দা জানানোই যথেষ্ট নয়, সত্য ও মানবতাবিরোধী খুনি অপশক্তির বিরুদ্ধে সত্যপ্রিয় সব মানুষকে কার্যকর ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে।
সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মুক্ত মানবতার অখণ্ড বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠা করার মাধ্যমেই সব মানবতা বিধ্বংসী অপশক্তির কবল থেকে সমগ্র মানবমণ্ডলীর উদ্ধার ও মুক্তি সম্ভব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ইমাম হায়াত, মহাসচিব শেখ রায়হান রাহবার, কেন্দ্রীয় নেতা আবু আবরার চিস্তি, আওয়াল কাদেরী, শেখ হানিফ, অধ্যাপক মাহমুদ হাসান সানি, আল্লামা গোলাম সাদেক, অধ্যাপক মারুফ উদ্দিন শোভন, অ্যাডভোকেট মাঈনুদ্দিন টিটু, অধ্যাপক মোকাররম হোসেন ও হামিদুল হক পারবেঞ্জ প্রমুখ।
সাননিউজ/এএসএম/আরআই
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            