জাতীয়

চহিদার সঙ্গে বেড়েছে মাস্কের দাম

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে কিছুটা কঠোর অবস্থান নিয়েছে সরকার। মাস্ক ব্যবহারে কড়াকড়ি শুরু করার সুযোগ এর দাম বাড়িয়ে দ্বিগুণ করেছে ব্যবসায়ীরা। কিছুদিন আগেও সর্বত্র বেচাকেনা হওয়া সার্জিক্যাল মাস্ক এরই মধ্যে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকারের পক্ষ থেকে জনসাধারণের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। দেশের সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে গ্রহণ করা হয়েছে ‘নো-মাস্ক নো-সার্ভিস’। মানুষকে মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি পালনে বাধ্য করতে মাঠপর্যায়েও নিয়মিত অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না পড়লে করা হচ্ছে জরিমানাও।

এ পরিস্থিতিতে ঘরের বাইরে বের হলে সঙ্গে একটি মাস্ক রাখছেন সবাই। এতে বাজারে মাস্কের চাহিদা ও বিক্রি দুটোই বেড়ে গেছে। এ সুযোগে সব ধরনের মাস্কের দাম আগের চেয়ে দ্বিগুণ হারে দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।

এক সময়কার আমদানি নির্ভর এই মাস্ক এখন দেশের ব্যবসায়ীরাই তৈরি করছেন। প্রতিদিন বিপুল সার্জিক্যাল মাস্কসহ অন্যান্য মাস্ক দেশেই তৈরি করেছে এবং সরাসরি অনলাইনেও বিক্রি করা হচ্ছে।

রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে মাস্কের সবচেয়ে বড় পাইকারি বাজার বসে। ঢাকাসহ দেশের সব জেলায় যে মাস্ক সরবরাহ হয়, তার বড় অংশ যায় বাবুবাজার থেকে।

রাজধানীর বিভিন্ন ফার্মেসি, পল্টনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মার্কেট ও কারওয়ানবাজারে খুচরা ও পাইকারি দোকান ঘুরে দেখা গেছে, বাজারে মাস্কের কোনো ঘাটতি নেই। তারপরেও পাইকারি বাজারে দাম বাড়ায় এর প্রভাব পড়েছে খুচরা দোকানেও।

রাজধানীর সদরঘাট, গুলিস্তান, পল্টন মোড়, ফার্মগটের পাইকারি ও খুচরা দোকানে গিয়ে দেখা গেছে, আগের চেয়ে অনেক বেশি দামে মাস্ক বিক্রি হচ্ছে। তবে করোনাভাইরাস থেকে বাঁচার অন্যান্য সুরক্ষা সামগ্রীর দাম আগের মতোই রয়েছে। দাম বাড়েনি করোনা প্রতিরোধ সামগ্রী হেক্সিসলেরও।

সদরঘাটের জামাল নামে এক ফার্মেসির মালিক জানান, বর্তমানে তার দোকানে ৫০টির এক প্যাকেট সার্জিক্যাল মাস্ক ২৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। অথচ এক সপ্তাহ আগেও তা ১২০টাকায় বিক্রি করা হতো।

রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে পাইকারি মাস্ক ব্যবসায়ী সৈকত বলেন, করোনার দ্বিতীয় ঢেউ এবং সরকারের মাস্ক পরা বাধ্যতামূলক করার ফলেই মাস্কের চাহিদা ও দাম বেড়েছে। তবে বাজারে পর্যাপ্ত মাস্ক আছে।

জানতে চাইলে পাইকারি মাস্ক ব্যবসায়ী জাহাঙ্গীর বলেন, সরকার মাস্কের ব্যবহার নিশ্চিত করতে অভিযান শুরু করেছে। এতে করে মাস্কের চাহিদাও বাড়ছে। ঢাকার বাইরেও মাস্কের চাহিদা বাড়ছে। এ কারণে দাম বাড়তি। গত সপ্তাহে ৬০ টাকা বিক্রি হওয়া প্যাকেট আজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

নারায়ণগঞ্জ ও চাঁদপুর থেকে পাইকারি মাস্ক কিনতে আসা দুই ব্যবসায়ী কালু সরদার ও আক্কাস বলেন, মাস্কের দাম গত মাসের তুলনায় অনেক বেড়েছে। এতো দামে মাস্ক কিনে লাভ হবে কি-না, জানি না।

তারা আরো বলেন, গত সপ্তাহে ৫০টির এক প্যাকেট সার্জিক্যাল মাস্ক ৬০ টাকা এবং ১০টির এন-৯৫ মাস্কের প্যাকেট ২০০ টাকা পাইকারি কিনেছি। এখন এসে দেখি দ্বিগুণ দাম হয়ে গেছে। বর্তমানে সার্জিক্যাল মাস্ক ১২০ টাকা থেকে ১৫০ টাকা এবং এন-৯৫ মাস্ক চারশ টাকা দিয়ে কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়েই বেশি দামে কিনছি।

পল্টন মোড়ের ফুটপাতের ব্যবসায়ী আনিস মিয়া বলেন, শীত বাড়ছে। এ কারণে বাধ্যতামূলক মাস্ক পড়ার জন্য সরকার কঠোর হওয়ায় দাম হঠাৎ বৃদ্ধি পেয়েছে। তবে মাস্কের কোনো ঘাটতি নেই। আমাদের দেশেই এখন ভালো মানের মাস্ক উৎপাদন হচ্ছে। এরপরও দাম বাড়ছে। আগের চেয়ে বেশি দাম দিয়ে পাইকারিতে মাল কিনতে হয়। তাই আমরাও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।

সোরহাব মিয়া তাঁতি বাজার মোড়ে গাড়িতে মাস্ক বিক্রি করেন। তিনি বলেন, মাস্কের দাম বেড়ে গেছে। আগে আমরা ৪টা সার্জিক্যাল মাস্ক বিক্রি করতাম ১০ টাকায়, এখন ২টা ১০টাকায় বিক্রি করছি।

বাজারে খুচরা পর্যায়ে প্রতি পিস সার্জিক্যাল মাস্ক বিক্রি হচ্ছে ৫ থেকে ১০ টাকায়। অথচ কয়দিন আগেও ১০ টাকায় পাওয়া গেছে ৩-৪টি মাস্ক। আগে ১০ থেকে ২০ টাকায় বিক্রি হওয়া কাপড়ের মাস্কের দামও এখন ৩০ থেকে ৪০ টাকা। ফিল্টার মাস্ক এখন আর ততটা পাওয়া যায় না, পিসপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। আগে ২০ টাকায় পাওয়া গেলেও এখন তা পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। এছাড়া কেএন-৯৫ মাস্কের দাম ৩০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। এন-৯৫ মাস্কের দাম ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে ৩৫০ থেকে ৪০০ টাকায় মিলছে এ মাস্ক।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ বিফলে যাবে: সিইসি

প্রবাসী ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলসহ সব অংশী...

২৯ এপ্রিল: বিপ্লবী রবি নিয়োগীর জন্মদিন

রবি নিয়োগী ১৯০৯ সালের ২৯ এপ্রিল শেরপুরে এক বিখ্যা...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের...

সাবেক সংসদ সদস্য তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহ...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা