ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং অন্যান্যসহ মোট ১৭ জনের বিরুদ্ধে দুদক দায়ের করা দুর্নীতি মামলার রায় ১ ডিসেম্বর ঘোষণা করা হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শোনার পর এই রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন, জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন।
মামলায় অভিযোগ করা হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে তারা অবৈধভাবে ভূমি বরাদ্দ নিয়ে, শেখ রেহানাকে ১০ কাঠা সরকারি প্লট দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, তারা প্রমাণ হিসেবে ৩২ জন সাক্ষীর জবানবন্দি, ভুয়া হলফনামা, অবৈধ নির্দেশনামাসহ নানান নথি আদালতে উপস্থাপন করেছে।
দুদকের আইনজীবীরা বলেছেন, উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে “মূল আসামিদের জাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে।
সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে, টিউলিপ সিদ্দিক মায়ের নামে প্লটের দাবিতে তৎকালীন প্রধানমন্ত্রীর ওপর চাপ সৃষ্টি করেন। নিজে প্লট না নিলেও ওই প্রভাব খাটানোর কারণে তিনি মামলার অন্যতম আসামি।
অপর দিকে, মামলায় একমাত্র গ্রেপ্তার আসামি — রাজউকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম — তার আইনজীবীর যুক্তি অনুযায়ী, তিনি “সরকারি কর্মকর্তা হিসেবে উপরের নির্দেশ পালন করতে বাধ্য ছিলেন।”
সাননিউজ/আরপি