জাতীয়

রোহিঙ্গা সমস্যা যত বেশি দীর্ঘায়িত হবে মানবপাচারের ঝুঁকি তত বাড়বে

নিজস্ব প্রতিবেদক:
উন্নত জীবনের স্বপ্নে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের অনেকে অবৈধ পথে বিদেশে পাড়ি দেয়ার পথ বেছে নিচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে সে পথে পা বাড়িয়ে জীবনটাকেই হারাচ্ছেন অনেকে। বঙ্গপোসাগরের পথ ধরে মালয়েশিয়ার পাড়ি দেয়ার বিষয়টিও নতুন কিছু নয়। মানব পাচারকারীরাও এই সুযোগে তাদের তৎপরতা বাড়িয়ে অনেক। সবশেষ গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মালয়েশিয়ায় যেতে গিয়ে ট্রলারডুবিতে প্রান হারিয়েছেন ১৬ রোহিঙ্গা। এধরণের ঘটনা এখানেই থেমে থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও বললেন সেই কখা।

রোহিঙ্গা সমস্যা যত বেশি দীর্ঘায়িত হবে মানবপাচারের ঝুঁকি তত বাড়বে বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অথিতি ভবন পদ্মায় এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, ‘রোহিঙ্গারা যে পাচারের হচ্ছে বা হবে এই ঝুঁকির কথা আমরা সবসময়ে বলেছি। আমরা জানি যে, এই সমস্যা যত বেশি দীর্ঘায়িত হবে মানবপাচারের বিষয়গুলো থাকবে।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘এখানে শুধু মানবপাচার নয়, মাদক ব্যবসারও ঝুঁকি আছে। এসব বিষয় বিবেচনা করেই কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য চিন্তা করা হয়েছে। তাদের নিরাপত্তা ও বাংলাদেশের অন্য জায়গায় রোহিঙ্গারা যেন যেতে না পারে সেটির বিবেচনা করে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে।’

রোহিঙ্গাদের হাতে বাড়তি অর্থ থাকার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘যে মুহূর্তে তাদের হাতে বাড়তি অর্থ থাকবে, তারা মানবপাচারকারীদের শিকার হবে। অতীতে আমরা দেখেছি শুধু বাংলাদেশ থেকে নয়, রাখাইন থেকেও তারা পাচারের শিকার হয়েছে।’

তিনি বলেন, ‘তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের পাসপোর্ট বা অন্য জিনিস পাওয়ার চেষ্টা করেছে এবং অনেক সময়ে ধরাও পড়েছে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে বেশি সাবধান থাকতে হবে। এসব কারণে ভাসানচরের যে বিষয়টি সেটি গুরুত্বপূর্ণ। তারা সেখানে ভালো থাকবে এবং এই ঝুঁকিগুলি কম থাকবে।’

ভাসানচর প্রস্তুত আছে এবং আগামী শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্যরা সেখানে যাবে বলে মন্তব্য করেন সচিব।

জঙ্গি গ্রুপের উপস্থিতির বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনালের রিপোর্টের বিষয়ে তিনি বলেন, ‘জঙ্গি গ্রুপের বিষয়ে আমাদের জানা নাই। কিসের ওপর ভিত্তি করে টিআইবি এই তথ্য দিয়েছে সেটি আমরা জানি না। আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট তৎপর। কিন্তু রাতের অন্ধকারে হয়তো মাদক চোরাচালান হয়। এছাড়া ছোট আগ্নেয়াস্ত্র এক-দুইবার পাওয়া গেছে এবং সেগুলো আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমাদের তথ্য অনুযায়ী জঙ্গি গ্রুপ কাজ করছে এমন কিছু জানা নাই।’

সৌদি আরবে থাকা রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, ‘এটি নিয়ে আলোচনা চলছে। আজকে সৌদি আরবের সঙ্গে যৌথ কমিশনের বৈঠক আছে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর, ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী

২০০৭ সালের ১৫ নভেম্বর—দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়...

লকডাউন সফল করতে ট্রাকে আগুন দেওয়া আজাহার—দিনে বিএনপি, রাতে আওয়ামী লীগ

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন স...

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কানকাটা কাদিরা খুন, প্রবাসীসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল কাদের জিলানী ওরফে কানকাটা কাদিরা (৩৫)কে পিটিয়ে ও ক...

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুড়ি ফেলে ‘শাটডাউন’ পালন

ডাসার উপজেলার গোপালপুর থেকে মেলকাই পর্যন্ত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্...

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ২৬ বাংলাদেশির দলে চারজনের মৃত্যু

লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত চা...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা