নিজস্ব প্রতিবেদক : ইতালিতে সড়ক দুর্ঘটনায় শামস বাসার (৪৩) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
আরও পড়ুন : সৌদিতে সড়কে বাংলাদেশি নিহত
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় দেশটির লিগুরিয়া অঞ্চলের রাজধানী জেনোভায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন বাংলাদেশি। তার অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন : নিউইয়র্কে বাংলাদেশি কলেজছাত্রীর মৃত্যু
নিহত বাসার ঢাকার উত্তরার আজিমপুরের মোহাম্মদ জালাল বাসারের ছেলে। দেশে তার স্ত্রী ও ৫ বছরের এক ছেলে রয়েছে।
মিলান কনস্যুলেট অফিসের (শ্রম) কনসাল সাব্বির আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত বাসারের পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। প্রয়োজনীয় আইনানুগ কাজ শেষ হলে মরদেহ দেশে পাঠাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            