নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে গাড়ি উল্টে সম্রাট হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : বন্ধ হচ্ছে পোস্তগোলা সেতু
স্থানীয় সময় শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় আল কাসিম হইল শহরের শেহরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সম্রাট ফেনীর ছাগলনাইয়া থানার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
আরও পড়ুন : ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
নিহতের চাচা নজরুল ইসলাম শামীম জানান, প্রতিদিনের মতো এদিনও সম্রাট নিজে গাড়ি চালিয়ে কাজের উদ্দেশে রওনা হয়েছিল। রাস্তায় হঠাৎ করে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সঙ্গে থাকা এক সহকর্মী আহত হয়েছে।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            