নিজস্ব প্রতিবেদক : ভেঙে যাওয়া গণঅধিকার পরিষদের রেজা কিবরিয়াপন্থিদের সদস্যসচিব হয়েছেন ফারুক হাসান। এই অংশের আগে সদস্যসচিব ছিলেন হাসান আল মামুন।
আরও পড়ুন : নুরের বিরুদ্ধে মামলা
বৃহস্পতিবার (২০ জুলাই) গণঅধিকার পরিষদের দফতরের সহসমন্বয়ক শাহাবুদ্দিন শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (১৮ জুলাই) রাতে দলের (রেজা কিবরিয়া) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে ফারুক হাসানকে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে নির্বাচন করা হয়েছে।
গঠনতন্ত্রের আলোকে জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন : তদন্ত কমিটি লিখেছে ‘নিবন্ধনের যোগ্য’
প্রসঙ্গত, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের অনুসারীরা অভিশংসন করে রেজা কিবরিয়াকে আহ্বায়কের পদ থেকে বাদ দিলে গণঅধিকার পরিষদ বিভক্ত হয়ে পড়ে। এখন সংগঠনের অপর অংশের নেতৃত্বে আছেন সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান।
সান নিউজ/জেএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            