সান নিউজ ডেস্ক: সংলাপের জন্য শর্ত দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি রাজনৈতিক সংলাপ বা আলোচনায় বসতে রাজি আছে। তবে তার আগে সরকারকে পদত্যাগ করতে হবে।
আরও পড়ুন: ছিনিয়ে নেয়া জঙ্গিরা দেশেই আছেন
শনিবার (৮ এপ্রিল) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘এটা সম্পূর্ণভাবে সরকারের ওপর নির্ভর করে, একদম, টোটালি। সরকার যদি চায় সংঘাত এড়িয়ে তারা সামনের দিকে যাবে, তাহলে প্রথম কাজটা করতে হবে বিরোধী দলগুলো যা চাইছে, সেই দাবি পূরণ করতে হবে। অর্থাৎ পদত্যাগ করে আলোচনার ব্যবস্থা করতে হবে।’
আরও পড়ুন: নির্বাচনে সরকারি দল একটি পক্ষ
ক্ষমতাসীন আওয়ামী লীগকে বিশ্বাস করার সুযোগ নেই—এমন মন্তব্য করে তিনি বলেন, সরকার পদত্যাগের বিষয়ে রাজি হোক, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে রাজি হোক, তাহলেই হয়ে গেল। আগে পদত্যাগ করতে হবে, তারপর সংলাপ।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা প্রথম থেকেই অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এগোচ্ছি। এই আন্দোলনে জনগণ সম্পৃক্ত হচ্ছে। আমাদের এটা চলবে, আগামী দিনে আরও বেগবান হবে। সব দল মিলে আমরা সেই লক্ষ্যে কাজ করছি।’
আরও পড়ুন: আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ
সংবাদ সম্মেলন ও বৈঠকে বিএনপির মহাসচিব ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।
সান নিউজ/আর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            