যশোর-৬ (কেশবপুর) আসনে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান সহকারী রিটার্নিং অফিসার ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের নিকট আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমাদানের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা এবি পার্টির আহ্বায়ক জনাব নুরুল ইসলাম রিপন এবং যুগ্ম আহ্বায়ক ডা. আবু বকর সিদ্দিকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা শেষে ব্যারিস্টার মাহমুদ হাসান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, কেশবপুরের সার্বিক উন্নয়নই তাঁর রাজনীতির প্রধান লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কেশবপুরকে একটি আধুনিক, মানবিক ও উন্নত উপজেলায় রূপান্তর করাই তাঁর অঙ্গীকার। সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি আপসহীনভাবে কাজ করতে চান।
এ সময় তিনি কেশবপুরবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন এবং একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও দায়িত্বশীল নেতৃত্ব উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সাননিউজ/আরপি