১৭ বছর পর দেশে ফিরে ভোটার তালিকায় নিজের নাম এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
লন্ডন থেকে ফেরার দুই দিন পর আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান। সেখানে তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া ও জাতীয় পরিচয়পত্র পেতে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেন।
তারেক রহমান দেশে এসে ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন—এ তথ্য আগেই জানিয়েছিল বিএনপি। নির্বাচন কমিশনও সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছিল।
আজ দুপুর ১টার দিকে তিনি নির্বাচন ভবনের পেছনে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে যান। ভবনের নিচতলায় একটি কক্ষে প্রবাসী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এনআইডি–সংক্রান্ত সেবা দেওয়া হয়ে থাকে। ওই কক্ষে গিয়ে ছবি তোলা, আঙুলের ছাপ দেওয়া, চোখের আইরিশ (চোখের মণির ছাপ) এবং স্বাক্ষর করার কাজ করেন তারেক রহমান।
এ সময় নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
রাজধানীর ঢাকা–১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য তারেক রহমান অনলাইনে আবেদন করেছেন।
সাননিউজ/আরপি