ছবি: সংগৃহীত
রাজনীতি
মনোনীত প্রার্থীকে সমর্থন দিলেন মনোনয়নবঞ্চিতরা

অভিমান ভুলে ঐক্যবদ্ধ মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি নেতাকর্মীরা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

দলের অভ্যন্তরীণ বিভেদ ও মনোনয়ন নিয়ে ক্ষোভ থাকলেও শেষ পর্যন্ত দলীয় ঐক্যের স্বার্থে মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান) বিএনপির মনোনীত প্রার্থী থানা বিএনপির সভাপতি ও আল-মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. আব্দুল্লাহকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন মনোনয়নবঞ্চিত নেতাকর্মীরা।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সিরাজদিখান ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনার দোয়া মাহফিলের মধ্য দিয়ে উপজেলা থানা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরনের নেতৃত্বে থানা বিএনপির নেতাকর্মী নিয়ে মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান) বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহকে সমর্থন জানান। নির্বাচনী মাঠে বিএনপিকে শক্ত অবস্থানে নিতে তারা ব্যক্তিগত অভিমান ও ক্ষোভ উপেক্ষা করে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করেন।

সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন বলেন, মনোনয়ন না পাওয়ায় শুরুতে নেতাকর্মীদের মধ্যে হতাশা ও অসন্তোষ দেখা দিলেও কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন।

মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ সমর্থনের জন্য নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাইকে সঙ্গে নিয়েই আমরা নির্বাচনী লড়াইয়ে এগিয়ে যাবো। ঐক্যবদ্ধ বিএনপিই বিজয়ের নিশ্চয়তা দিতে পারে।

এদিকে, এই সমর্থন ঘোষণার ফলে স্থানীয় পর্যায়ে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় কোন্দল কাটিয়ে ঐক্যবদ্ধ অবস্থান বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

সাবেক বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরনের নেতৃত্বে সমর্থন জানান সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলি আনসার মোল্লা, রসুনিয়া ইউপি সাবেক চেয়ারম্যান মুস্তাক আহমেদ শ্যামল, থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম, সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হক খান, ইছাপুরা ইউনিয়নের সাবেক সভাপতি কামরুজ্জামান লিপু, রাজানগর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি জে আই চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগেন, চিত্রকোট ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান, বয়রাগাদী ইউনিয়নের সাবেক আহ্বায়ক মো. মোজাম্মেল হক, মালখানগর ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, থানার কৃষক দলের সাবেক সভাপতি বাবুল মাঝি, থানা বিএনপির সাবেক সদস্য মাহবুব হোসেন রন্টু, জেলা সাবেক সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন আলতু, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম ফয়সাল, মালখানগর ইউনিয়নের যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সম্পাদক দেলোয়ার মোল্লা সহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গরুর সঙ্গে শত্রুতা: গোয়ালঘরে কৃষকের গরু জবাই করলো দুর্বৃত্তরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের অন্ধকারে এক কৃষকের দুটি গরু গোয়ালঘরে জবাই করে...

অভিমান ভুলে ঐক্যবদ্ধ মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি নেতাকর্মীরা

দলের অভ্যন্তরীণ বিভেদ ও মনোনয়ন নিয়ে ক্ষোভ থাকলেও শেষ পর্যন্ত দলীয় ঐক্যের স...

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দাঁড়িয়ে তাঁর পদত্যাগ চাইলেন সাদিক কায়েম

শরিফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারসহ ৩ দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দ...

ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

শরিফ ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দ...

সাদিক কায়েমের নেতৃত্বে ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অব...

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

বাসস: মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিয...

প্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থীদের নি...

অথর্ব এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

শরিফ ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারেন ন...

জাতীয় নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে ঝালকাঠিতে কর্মশালা

ঝালকাঠি জেলার উন্নয়ন ভাবনা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্...

তাহলে সেই বাকস্বাধীনতাটা কোথায় গেল?: শাওন

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা