নির্বাচিত হই বা না হই, আমার সামাজিক, উন্নয়নমূলক এবং মানবিক কার্যক্রম ব্যক্তিগত উদ্যোগে সামর্থ্য অনুযায়ী চলমান থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ২৭ কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ইঞ্জি. মো. আবু সাঈদ জনী।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উলিপুর আনছারী আইটির হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, আমি আপনাদের এলাকারই সন্তান। আপনারা জানেন, আমি বিগত আড়াই যুগেরও বেশী সময় ছাত্র জীবন থেকে শুরু করে বিএনপির রাজনীতি করে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। বিএনপি করার কারণে ফ্যাসিস্ট সরকারের সময় জেল, জুলুম, রিমান্ড ও হুমকি শিকার হয়েছি। এনসিপি একটি তরুণদের দল, আর তরুণরাই বর্তমান বাংলাদেশের ভবিষ্যৎ। তরুণরা লড়ে যায় দেশ এবং দেশের মানুষের জন্য। আশা রাখি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উলিপুরবাসী আমাকে "শাপলা কলি" মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে।
সাম্য ও মানবিক উলিপুর উপহার দেবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
এ সময় জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন আহম্মেদ, জেলা এনসিপির সদস্য ও উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সাখাওয়াত হোসাইন ছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সাননিউজ/আরপি