আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংসদ নির্বাচনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
তবে প্রথম ধাপের এই প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। এ ছাড়া প্রার্থী তালিকায় স্থান পায়নি কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনের কেউ।
এর আগে গত ১৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র কেনেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। এরপরদিন ১৪ নভেম্বর সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নুসরাত মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ইতোমধ্যে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন এই আসনের বিএনপির তিনবারের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু। এ ছাড়া বিএনপির শক্ত প্রতিপক্ষ হিসেবে মাঠে রয়েছেন জামায়াতে ইসলামী প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দীন।
সাননিউজ/আরপি