আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি ২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী শেখ নেয়ামুল করিমের পোস্টার লাগানোর সময় কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। গত ৭ ডিসেম্বর নলছিটির মোলারহাট ইউনিয়নে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপি কর্মীরা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে বলে সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নেতাকর্মীরা অভিযোগ করেছেন।
মঙ্গলবার বিকেলে শহরের কলেজ রোডে পৌর জামায়াতে ইসলামী’র অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ নেয়ামুল করিম বলেন, বিএনপি কর্মীরা জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী মোল্লারহাট ইউনিয়নে ৮ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি ঘোষণার পর বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইলেন ভুট্টো স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামী তাদের ঘোষণা করা কর্মসূচি প্রত্যাহার করে এবং কর্মসূচিতে কাউকে অংশ না নেওয়ার আহ্বান জানান। তার পরেও জামায়াত কর্মী কাউসার মোল্লারহাট বাজার থেকে বাসায় যাওয়ার পথে তার ওপর হামলা চালিয়ে এলোপাথাড়ি কিল, ঘুষি ও গলায় গামছা পেছিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বিএনপি কর্মীরা। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করার জন্য মোল্লারহাট ডিগ্রী কলেজের লেকচারার নলছিটি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুজ্জামান এগিয়ে গেলে তাকেও একটি দোকানে অবরুদ্ধ করে অমানবিক নির্যাতন করা হয়। ইউনিয়ন সভাপতি হায়দার আলীসহ অন্য চারজন কর্মী এগিয়ে এলে তাদের সবাইকে নির্মমভাবে আহত করা হয়। তাদের মোবাইল, নগদ টাকা এবং দুইটি মোটরসাইকেল ছিনতাই করে বিএনপি কর্মীরা পুনরায় জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
এ হামলায় মোট সাতজন আহত হন। এর মধ্যে চারজনকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত তিনজন—কাউসার, হায়দার ও ফেরদাউস—কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামী’র নেতারা বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রশাসনের প্রতি অনুরোধ করেন, আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। যাতে এ ধরনের নৈরাজ্য পুনরাবৃত্তি না ঘটে। রাজনৈতিক দলসমূহের প্রতি আহ্বান করেন, পরবর্তী নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মু. ফরিদুল হক, নায়েবে আমীর অ্যাডভোকেট এ বি এম আমিনুল ইসলাম, পৌর সেক্রেটারি মাওলানা আবদুল হাই প্রমুখ।
সাননিউজ/আরপি