লক্ষ্মীপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছেন নবাগত পুলিশ সুপার মো. আবু তারেক।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার বলেন, সরকার আমাকে লক্ষ্মীপুরে পাঠিয়েছে একটি বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য—সেটি হলো নির্বাচন। আমাদের এখন একটাই লক্ষ্য—ফেব্রুয়ারির নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এজন্য সব ধরনের আইন–শৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোনো ধরনের অঘটন না ঘটে, তা নিশ্চিত করতে পুরো পুলিশ টিমকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে শুধু পুলিশের পক্ষে নির্বাচন নিরাপদ ও সুষ্ঠু করা সম্ভব নয়—এজন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাবেক সভাপতি আ. হ. ম. মোস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। তারা পুলিশ প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার আশ্বাস দেন।
সাননিউজ/আরপি