মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের মালির পাথর এলাকায় ধলেশ্বরী নদীতে মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে অজ্ঞাত দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ড্রেজার পাহারারত যুবক রাজু বেপারি (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মালির পাথর বিএনপি অফিসের পেছনে ধলেশ্বরী নদীতে ড্রেজারে পাহারার কাজে নিয়োজিত ছিলেন রাজু বেপারি। এ সময় ৫–৬ জন অজ্ঞাত ব্যক্তি ছোট ইঞ্জিনচালিত নৌকায় এসে ড্রেজারের ব্যাটারি দাবি করেন। রাজু ব্যাটারি দিতে অস্বীকৃতি জানালে তারা শর্টগান দিয়ে গুলি চালায়। গুলির স্প্লিন্টার তার মুখ, ডান হাত ও পিঠের ডান পাশে লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর থেকে দুষ্কৃতকারীরা পলাতক রয়েছে। এ বিষয়ে নৌ–পুলিশ কাজ শুরু করেছে। আমরাও খোঁজখবর রাখছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সাননিউজ/আরপি