ছবি: সান নিউজ
সারাদেশ
আমন ধানের বাম্পার ফলন

মোরেলগঞ্জে সোনালি ধানের শীষে কৃষকদের স্বপ্ন ঝলমল করছে

বাগেরহাট জেলা প্রতিনিধি

উপকূলের খাদ্য শস্যভাণ্ডার নামে খ্যাত বাগেরহাটের মোরেলগঞ্জে আমন ধানের বাম্পার ফলনে সোনালি ধানের শীষে কৃষকদের স্বপ্ন যেন ঝলমল করছে।

সোনালি রোদ ও হিমেল হাওয়ায় ফসলের মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন— ধানের শীষ। দিগন্ত জোড়া ফসলের মাঠ সবুজ বর্ণ থেকে হলুদ বর্ণ ধারণ করতে শুরু করেছে। প্রতি বিঘা জমিতে ১৬ থেকে ২০ মন ধান ঘরে তুলতে পারবে কৃষক। বাজারদর চড়া থাকায় প্রতি মন ধান বিক্রি হচ্ছে ১৩০০ থেকে সাড়ে ১৪০০ টাকায়।

আমন ধান দেশের অনেক এলাকার প্রধান ফসল, যার ফলন সাধারণত কার্তিক-অগ্রহায়ণে পাওয়া যায়। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টিপাত এবং কৃষি বিভাগের সঠিক পরামর্শ পাওয়ায় এ বছর আমন আবাদ অত্যন্ত সফল হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

সরেজমিন ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, আমন মৌসুমে এ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মাঠজুড়ে এখন সোনালি ধান দেখা যাচ্ছে। এবারে ২৫,৩৭০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। বাম্পার ফলনে কৃষকের ঘরে ঘরে বইছে উৎসবের আমেজ। সপ্তাহজুড়ে কর্তন শুরু হয়েছে উচ্চ ফলনশীল জাতের ব্রি-১১, ব্রি-৪৯, ব্রি-৫২, ব্রি-৭৫, ব্রি-৭৬, বি আর-২৩, বি আর-১১ সহ একাধিক প্রজাতির আমন ধান।

হোগলাবুনিয়া ইউনিয়নের সানকি ভাঙ্গা, কালিকাবাড়ি গ্রামের আবুল বাশার মোল্লা, সবুজ মোল্লা, সিদ্দিক মোল্লা, সজল মোল্লাসহ একাধিক কৃষক মাঠে ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। তৃপ্তির হাসি নিয়ে ধান কাটছে এই কৃষকরা। তারা জানান, গতবারের তুলনায় এবারে প্রতি বিঘায় ৩-৪ মন ধান বেশি পাবেন। বাজারেও দাম ভালো। উৎপাদিত ফসলে প্রতি বিঘা খরচ হয়েছে ৩,০০০ টাকা (সার, ঔষধ, শ্রমিকসহ)। বিঘা প্রতি ধান বিক্রি করতে পারছে ১৪,০০০ টাকায়। ফসলের মাঠে পোকামাকড়ের আক্রমণও এবারে কম হয়েছে বলে জানান কৃষকরা।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান বলেন, অন্য বছরের তুলনায় এবারে আমনের ফসল খুবই ভালো হয়েছে। তবে বড় ধরনের কোনো রোগবালাই ও প্রাকৃতিক দুর্যোগ না আসলে কৃষকরা তাদের কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারবে। কৃষি অফিস থেকে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ ও সঠিক পরামর্শ দেওয়ার কারণে কৃষকরা ভালো ফলন পেতে সক্ষম হয়েছেন।

বাগেরহাট রিপোর্টার্স ইউনিটি সভাপতি এস.এম. সাইফুল ইসলাম কবির বলেন, কৃষকদের সার, বীজ ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। বিভিন্ন সিড কোম্পানি মাঝে মধ্যে সার ও বীজ দিয়ে গরীব কৃষকদের সহায়তা করছে। এক সময়ে লবণাক্ততার কারণে এই অঞ্চলে ধান চাষ ছাড়া অন্য ফসল হতো না। এখন ওয়াপধা ভেরিবাধের কারণে মিষ্টি পানিতে কৃষক নতুন নতুন ফসল চাষ করে কৃষি বিপ্লব ঘটাচ্ছেন। সরকারিভাবে অত্যাধুনিক প্রশিক্ষণ ও বিনা সুদে ঋণ প্রদানের কারণে চাষাবাদে কৃষকের আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে।

মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম জানান, এবারে উপজেলার কৃষক ২৬,৪১৪ হেক্টর জমিতে আমন ধান আবাদ করেছেন। উফশী জাতের ধান কিছু আগে কর্তন শুরু হয়েছে। স্থানীয় জাতের ধান কাটা আর দুই সপ্তাহ পর শুরু হবে। বেশিরভাগ জমিতে ভালো ফলন হয়েছে, বিশেষ করে হোগলাবুনিয়া, নিশানবাড়ীয়া, খাউলিয়া, বলইবুনিয়া, রামচন্দ্রপুর, হোগলাপাশা, বনগ্রাম এই সাতটি ইউনিয়নে ফলন সবচেয়ে ভালো আশা করা যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ও কারেন্ট পোকার আক্রমণ না হলে কৃষকরা সম্পূর্ণ ফসল ঘরে তুলতে সক্ষম হবেন।

শুরু হয়েছে হেমন্তের নবান্ন উৎসব। এই উৎসব হলো নতুন আমন ধান কাটা ও সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। নবান্ন শব্দটির সঙ্গে নতুন ধান ওঠার সম্পর্ক রয়েছে। কৃষক-কৃষাণিরা ধান কাটা, মাড়াই, শুকানো এবং সেই ধান দিয়ে পিঠা-পায়েস তৈরিতে ব্যস্ত হয়ে ওঠেন। নবান্ন উৎসব গ্রাম বাংলায় নতুন আবহ সৃষ্টি করে, দুঃখ-কষ্ট ভুলিয়ে দেয় এবং সনাতনী ও ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতিকে উৎসবে মেতে ওঠায় সহায়তা করে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিপিএল নিলামের আগে সরাসরি চুক্তিতে ২৩ ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের খেল...

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়...

প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে নিবন্ধন ছাড়াল ৯২ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা এবার প্রথমব...

তারেক রহমানের দেশে ফেরার পথে বাধা নেই: প্রেস সচিব

বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দ...

শিক্ষকদের আন্দোলন: লক্ষ্মীপুরে দেড় ঘণ্টা পর পরীক্ষা শুরু

দেশব্যাপী চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন। লক্ষ্মীপুরেও শিক্ষকরা আ...

মোরেলগঞ্জে সোনালি ধানের শীষে কৃষকদের স্বপ্ন ঝলমল করছে

উপকূলের খাদ্য শস্যভাণ্ডার নামে খ্যাত বাগেরহাটের মোরেলগঞ্জে আমন ধানের বাম্পার...

কুষ্টিয়ায় অস্ত্র, ম্যাগাজিন, গুলিসহ আটক যুবক

কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে মোঃ আরিফুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বর্ড...

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়...

মুন্সীগঞ্জে থানা থেকে লুট হওয়া শর্টগান-কার্তুজসহ গ্রেপ্তার ১

সেনাবাহিনীর অভিযানে জুলাই গণঅভ্যুত্থানে মুন্সীগঞ্জ সদর থানা থেকে লুট হওয়া শর্...

সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ীতে সুদের টাকা না দেওয়ায় ব্যবসায়ী আব্দুর রহিমকে পিটিয়ে হত্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা