উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ জানানোর পর আসিফকে ঘিরে যখন নানামুখী সমালোচনা ও দুর্নীতির অভিযোগ উঠছে, ঠিক তখনই আসিফকে ‘রাজপথে গড়ে ওঠা সংগ্রামী নেতা’ বলে উল্লেখ করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
নুর বলেছেন, হঠাৎ গজিয়ে ওঠা বা ২০ থেকে ২৫ দিনের আন্দোলনের কোনো নেতা নয় আসিফ মাহমুদ। আসিফ ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা, রাজপথে আমার সংগ্রামের সারথি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুর এ কথা বলেন।
উপদেষ্টার পদ থেকে গতকাল পদত্যাগ করেন আসিফ মাহমুদ। বুধবার এক জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান। তবে কোন দল থেকে নির্বাচন করবেন বিষয়টি স্পষ্ট করেননি জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া অন্যতম এই নেতা। আলোচনা আছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) জায়গা না পেয়ে গণঅধিকার পরিষদের দিকে ঝুঁকছেন আসিফ মাহমুদ। ইতোমধ্যে আলাপ-আলোচনাও হয়েছে। তবে চূড়ান্ত কিছু হয়নি।
আসিফের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ইঙ্গিত করে নুর বলেন, দায়িত্বে থাকলে স্বাভাবিকভাবেই মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। বয়সের অনভিজ্ঞতা কিংবা ম্যাচিউরিটির অভাবে হয়তো সেও কিছু ভুল করেছে। আমার কাছে সংগ্রামের অবদানে তার সে ভুল তুচ্ছ। আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগতম জানাই।
সাননিউজ/আরপি