মাদারীপুর সরকারি কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুস সোবাহান গোলাপের ভাতিজা জাহিদুল ইসলাম শিশির বেপারী (২৭) কে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
শনিবার রাতে কালকিনি ও ডাসার থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তার হওয়া শিশির বেপারীর বাড়ি কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের ১নং ওয়ার্ডে। তিনি স্থানীয় ভাসাই বেপারী ও হেলেনা বেগমের ছেলে। পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বহুদিন ধরে মামলাটির তদন্তে শিশিরকে সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছিল। পরবর্তী সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিশিরকে আদালতে সোপর্দ করার ব্যবস্থা নেয়া হবে।
আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী জানায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলা গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং যদি কেউ দোষী প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সাননিউজ/আরপি