ছবি: সংগৃহীত
রাজনীতি

দেশ স্বাধীনের ৫৪ বছরেও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি: আকন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, দেশ স্বাধীনের ৫৪ বছরেও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি, ভাগ্য পরিবর্তন হয়েছে শুধু যারা নষ্ট রাজনীতি লালন করেছে তাদের।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উলিপুর শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আশরাফ আলী আকন বলেন, ভোট চুরি দিয়ে বাংলাদেশের রাজনীতির সূচনা। এরপর শুরু হয় সম্পদ লুটপাট। বাপ চোরের খনি আবিষ্কার করেছিলেন, আর মেয়ে হাসিনা ডাকাতের খনি আবিষ্কার করেছেন। জনগণের টাকা, কৃষক- শ্রমিকের ঘাম ঝরানো অর্থ লুট করে বিদেশে পাচার করা হয়েছে। ৫৩ বছরে যাদের কারণে দেশে জঞ্জালের সৃষ্টি হয়েছে, সেই জঞ্জাল কেটে আমরা একটি সুখী, সমৃদ্ধ, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।

এসময় বক্তারা বলেন, ইসলামী রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে এ দেশের জনগণের জান–মালের নিরাপত্তা ও চিকিৎসাসহ সকল ধরনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলো কখনো চুরি ও ডাকাতির সঙ্গে সম্পৃক্ত ছিল না এবং থাকবেও না। সকল নেতা–কর্মীদের কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক ইসলামী রাজনৈতিক দলের পক্ষে কাজ করার ও ভোট দেওয়ার আহ্বানও জানান বক্তারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের দক্ষিণ থানা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারি মুফতি মাওলানা আব্দুল্লাহ আল–মামুনের সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর শাখার সভাপতি মাওলানা মো. আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও কুড়িগ্রাম–৩ সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ মো. শাহাজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আব্দুল কাদের, ভারপ্রাপ্ত সেক্রেটারি মুফতি মোজাম্মেল হক আইমানি, শিক্ষা–সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা শেখ নুর মোহাম্মদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর শাখার ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট মোহাম্মদ কামাল কবির (লিটন)।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোরেলগঞ্জ প্রেসক্লাবে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, তিনবারের...

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এক হাজার নতুন ট্রেইনি অ্যাসিস্ট্যান্...

ফেনীতে প্রাথমিকে শতভাগ বই এলেও মাধ্যমিকে অর্ধেকেরও কম সরবরাহ

নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এবারও বছরের প্রথম দিনে শতভাগ বই পাচ্ছে না শিক্ষার্থ...

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার (১ জানুয়া...

পানছড়িতে বিজিবি'র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা ৬২.৪৬ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বর্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা