মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় সদস্যপদ ফিরিয়ে দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুন্সীগঞ্জ জেলার কুমারভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাউছার তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক আলনূর হোসেন জানি, দিঘীপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শামীম মোল্লা এবং আড়িয়ল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুককে দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের আবেদন যথাযথভাবে পর্যালোচনা শেষে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং আজ থেকে তারা আগের মতোই প্রাথমিক সদস্য পদে বহাল থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে গত বছরের ৫ আগস্টের পর বিভিন্ন সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য তাদেরকে বহিষ্কার করা হয়েছিল।
সাননিউজ/আরপি