মতামত

শেখ মুজিবুর রহমান নামের প্রত্যেকটা অক্ষরের তাৎপর্য

বিজয় চন্দ্র মজুমদার: বাংলাদেশ, বঙ্গবন্ধু এবং স্বাধীনতা পরস্পর সমার্থক। একই সুতোয় গাঁথা। স্বাধীনতার মহান স্থপতি, পোয়েট অব পলিটিক্স, ক্যারিশমেটিক লিডার, সম্মোহনী নেতৃত্ব গুণ সম্পন্ন, রাজনীতির বরপুত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫ অক্ষরের একটি দেশ দিয়েছেন, যার নাম বাংলাদেশ।

আরও পড়ুন: অর্থনীতিকে বড় ঝুঁকিতে ফেলবে না

বিশ্বব্রহ্মাণ্ড যেমন ১০ টি দিক (উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, বায়ু,অগ্নি, নৈঋত, উধঃ এবং অধঃ) দ্বারা আবৃত তেমনি বাংলাদেশ নামক ছোট ভূখন্ড টি শেখ মুজিবুর রহমান নামক ১০ টি অক্ষর দ্বারা আবৃত। বাংলার প্রতিটি অর্জন, সফলতা, স্বাধিকার এবং স্বাধীনতা বঙ্গবন্ধু ছাড়া অসম্ভব। তাই তো দেশি বিদেশি জ্ঞানী গুণী বিশিষ্ট ব্যক্তি বর্গ বঙ্গবন্ধু বন্দনায় মাতোয়ারা।

জাপানি মুক্তি ফুকিউরা আজও বাঙালি দেখলে বলে বেড়ান ‘তুমি বাংলার লোক? আমি কিন্তু তোমাদের জয় বাংলা দেখেছি, শেখ মুজিব দেখেছি। এশিয়ায় তোমাদের শেখ মুজিবের মতো সিংহ হৃদয়বান নেতার জন্ম হবে না বহুকাল।’

আরও পড়ুন: রোজায় ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে

ভারতের প্রয়াত রাষ্ট্রপতি বঙ্গবন্ধুকে ঐশ্বরিক আগুন বলে অভিহিত করে বলেছেন ‘বঙ্গবন্ধু সে আগুনে নিজেই ডানা যুক্ত করতে পারতেন।’

মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিয়ার লিভিনের ভাষায়, ‘বঙ্গবন্ধুর নাম, কারিশমা ও নেতৃত্ব ছিলো প্রচন্ড বিশ্বাসযোগ্য এক শক্তি। সেই শক্তিই জাতিকে জাগিয়ে তুলে নিয়ে গিয়েছিল বহু কাঙ্ক্ষিত স্বাধীনতার পক্ষে। সম্ভব হয়েছিল নতুন একটি দেশের মহাজন্ম উদযাপন করার।’

আরও পড়ুন: গর্ভের সন্তানসহ বিপদমুক্ত পরীমনি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুরো বাংলাদেশের হৃদয়। ক্ষুদিরাম, সুভাষ বোস, রবীন্দ্রনাথ, নজরুল, শেরেবাংলা, সোহরাওয়ার্দী, মওলানা ভাসানীর মতো সাহসী নেতৃত্বের নির্যাস তিনি নিজের মধ্যে ধারণ করতেন। তিনি হয়ে উঠেছিলেন গরীব দুঃখী সহ সমগ্র বাঙালির সত্যিকারের মহান বীর পুরুষ।

দেশি বিদেশি গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের বিভিন্ন লেখায় (প্রবন্ধ, নিবন্ধ), বিভিন্ন আলোচনা সভায় বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন উপমায় যেভাবে অভিহিত করেছেন, তাদের উক্তি, মন্তব্য এবং বাঙালির স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদান সবকিছু বিবেচনায় এনে আমি বলতে পারি ‘শেখ মুজিবুর রহমান’ নামটি শৃঙ্খল মুক্তির আন্দোলন ও মানব দরদি নেতার মধ্যে সীমাবদ্ধ নয়, বঙ্গবন্ধু হিমালয় সম ব্যক্তিত্ব ও সাহসিকতার অধিকারী। বঙ্গবন্ধু ছিলো, আছে এবং থাকবে বাঙালির হৃদয়ে, চেতনায় এবং অনুপ্রেরণায়। শেখ মুজিবুর রহমান নামের ১০ টি অক্ষর যেন বাংলাদেশের গরীব দুঃখী মেহনতি মানুষের অধিকার আদায় এবং সুখী সমৃদ্ধ নবরাষ্ট্রেরই প্রতিচ্ছবি।

আরও পড়ুন: র‍্যাব গণমানুষের আস্থার বাহিনী

শেখ মুজিবুর রহমান নামের প্রতিটি অক্ষর বিশ্লেষণ করলে আমি নিম্নোক্ত শব্দ বা শব্দগুচ্ছ পাই যা পুরো বাংলাদেশের মুক্তির সংগ্রাম এবং স্বাধীনতা অর্জন করতে অনুঘটকের কাজ করে। সেজন্যই শেখ মুজিবুর রহমান নামটি এত মহীয়ান, গরীয়ান, স্মরণীয় এবং বরণীয়। শেখ মুজিবুর রহমান নামটির প্রতিটি অক্ষরের পূর্ণরূপঃ

শে=শেকল ভাঙ্গার গায়ক
খ=খ্যাতিমান রাষ্ট্রনায়ক
মু=মুক্তির আস্বাদ দানকারী
জি=জিতেন্দ্রিয়
বু=বুদ্ধিপ্রদীপ্ত বীর
র= রক্তিম সূর্য
র=রক্ষাকবচ
হ=হিমালয়সম ব্যক্তিত্ব
মা=মানব দরদি নেতা
ন= নবরাষ্ট্রের পুনর্গঠনকারী

লেখক: প্রধান শিক্ষক, ছোটধলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতখান, ভোলা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা