লাইফস্টাইল ডেস্ক : বর্তামানে চলছে স্মার্ট ফোনের যুগ। স্মার্ট ফোনের কল্যানে এখন প্রায় সবাই ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। আর আমরা যারা এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করি তারা প্রায় সবাই চ্যাট করার সময় ইমোজি ব্যবহার করি।
আরও পড়ুন : জীবনে বিশেষ মুহূর্তের ২৬ অনুভূতি!
বর্তমান সময়ে আমাদের মোবাইলে হাজার হাজার রকমের ইমোজি পাওয়া যায়, যা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চ্যাট বা পোস্ট করার সময় ব্যবহার করি। কিন্তু আপনারা কি জানেন ইমোজি কী অথবা ইমোজি এর অর্থ কি ?
সেই ১৯৯৭ সালে মোবাইল কমিউনিকেশনকে আরও আকর্ষণীয় করতে আবির্ভাব হয়েছিল ইমোজির। এসএমএসে দ্রুত মনের ভাব প্রকাশের জন্য আবিষ্কার হয় এই ইমোটিকনের। এরপর থেকেই দারুণ জনপ্রিয়তা পেতে শুরু করে ইমোজির ব্যবহার।
আরও পড়ুন : চুল ধোয়ার ক্ষেত্রে ৭ ভূল
আমাদের নিত্যদিনের হাসি, কান্না, বিষণ্ণতা, আনন্দ, উল্লাস সবকিছু প্রকাশের দায়িত্ব যেন অনেকটা ইমোটিকনেরও। এগুলোই এখন আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে।
আজ ১৭ জুলাই। এ দিনটিকে ‘ওয়ার্ল্ড ইমোজি ডে’ হিসেবে পালন করা হয়। আমাদের আবেগ বা ইমোশনের সঙ্গে জড়িয়ে আছে ইমোজি। তাই চলুন আজ জেনে নেওয়া যাক কোন ইমোজির কী অর্থ-
রেড হার্ট : দূরে থেকেও প্রিয়জনকে ভালোবাসি জানাতে পারে এই ইমোজি।
স্মাইলিং ফেস উইথ হার্ট আইজ : আই লভ ইউ বা আই লভ দিস বোঝায় এই ইমোজি।
স্মাইলিং ফেস উইথ স্মাইলিং আইজ : খুশি বা আনন্দ বোঝাতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই ইমোজি।
স্মাইলিং ফেস উইথ সানগ্লাসেস : মুখে হাসি, চোখে চশমার এই ইমোজি ব্যবহার করা হয় ‘কুল’বোঝাতে।
আরও পড়ুন : ডেঙ্গুর লক্ষণ ও আক্রান্ত হলে করণীয়
দে তালি : পার্টনারের হাতে হাত মিলিয়ে ঝটপট দে তালি। এটাই ছিল জাপানিদের তৈরি হাই ফাইভ ইমোজির মানে। তবে ভারতে এই ইমোজির মানে আবার নমস্কার!
পরী আমি : মাথার উপর নীল রঙের বলয়! ইমোজির দুনিয়ায় এর নাম অ্যাঞ্জেল ফেস। এটি মূলত ব্যবহার হয়, সবজান্তা হয়েও, দেখুন আমি কতটা নিষ্পাপ বোঝাতেই।
গ্রিনিং ফেস : বন্ধুদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই ইমোজি।
ফ্লাসড ফেস : কাউকে কোনো কাণ্ডে হাতেনাতে ধরে ফেলেছেন, সে ব্য়াটা বিষয়টা একেবারে কাটিয়ে দিল কিংবা অজান্তে মিসটেক করে বসলে এটি ব্যবহার করা যায়।
পার্টি পপার : পার্টি বা সেলিব্রেশন বোঝাতে দারুণ জনপ্রিয় এই ইমোজি।
সান নিউজ/জেএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            