লাইফস্টাইল ডেস্ক : সবার জীবনেই ক্রাশ থাকে যার থেকে ঐ ব্যাক্তি খুব করে ভালোবাসা চায়। সাধারণত হঠাৎ দেখে কাউকে ভালো লেগে যাওয়া, কারো চেহারা বারবার চোখে ভাসা, তার সাথে কথা বলার ইচ্ছা পোষণ করাই হলো ক্রাশ।
আরও পড়ুন : বসন্তের শাড়ি ও সাজ
রাত পেরোলেই আসছে ভালোবাসা দিবস তাই এ দিনই হয়তো পেতে পারেন আপনার সেই কাঙ্খিত ক্রাশের দেখা। আপনি যদি তাকে আকৃষ্ট করতে চান তাহলে কিছু ট্রিকস আপনার জানা থাকা অত্যন্ত প্রয়োজন। কিছু সাইকোলজিকাল ট্রিকস রয়েছে যার মাধ্যমে খুব সহজেই সরাসরি কিছু না জানিয়েই আপনার ক্রাশকে আকৃষ্ট করতে পারেন।
জেনে নিন ক্রাশকে আকৃষ্ট করার ১০ কৌশল-
ফ্যাশনে পরিবর্তন আনুন :
পছন্দের ব্যক্তিকে দৃষ্টি আকর্ষণের অন্যতম সেরা উপায় হচ্ছে ফ্যাশনে পরিবর্তন আনা। নিজের প্রতি যত্ন নিন এবং চুলের স্টাইল থেকে পোশাকে পরিবর্তন আনুন। আপনার পছন্দের মানুষটির পোশাকের রঙের সঙ্গে মিল রেখে নিজের পোশাক বানান। আপনার ক্রাশের কোন রং পছন্দ, তা খেয়াল করুন।
আরও পড়ুন : চুম্বনের স্বাস্থ্য উপকারিতা
বন্ধুত্ব গড়ে তুলুন :
যাকে পছন্দ করেন, তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। শুরুতে অল্পস্বল্প কথাবার্তা বলুন। ধীরে ধীরে বন্ধন দৃঢ় করুন। সম্পর্কের শক্ত ভিতই হচ্ছে বন্ধুত্ব। আর এর মাধ্যমে আপনি তার সম্পর্কে জানতেও পারবেন।
আত্মবিশ্বাস দেখাতে হবে :
আত্মবিশ্বাস এমন একটি জিনিস যা সবাইকে আকর্ষণ করে। তাই আপনার ক্রাশকে আকর্ষণ করতে চাইলে আপনার মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসতে হবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানো যাবে না। কারণ এটি দ্বারা মাঝে মাঝে অহংকার প্রকাশ পায়।
আগ্রহ দেখাতে হবে :
ক্রাশের সম্পর্কে জানতে চান, তিনি কী পছন্দ করেন বা করেন না এটি জানুন। এর মাধ্যমে প্রকাশ পাবে আপনি তার সম্পর্কে আগ্রহী। সেইসঙ্গে তার চিন্তাভাবনা এবং অনুভূতিকে মূল্য দিন।
আরও পড়ুন : নিজেকে সুন্দর দেখাবেন যেভাবে
মাঝে-মধ্যে প্রশংসা করুন :
প্রশংসা করাও মনোযোগ আকর্ষণ করার একটি শক্তিশালী হাতিয়ার। তবে বুঝে-শুনে প্রশংসা করতে হবে। এমন কিছু করা যাবে না যাতে আপনাকে চাটুকার মনে হয়। তাই ব্যক্তিত্ব বা আগ্রহ অনুযায়ী প্রশংসা করতে হবে।
হিউমার প্রদর্শন করুন :
হিউমার এমন একটি জিনিস যার মাধ্যমে খুব সহজেই মানুষকে আকর্ষণ করা যায়। এছাড়া এটি আপনার বুদ্ধিমত্তারও পরিচয়। তাই মাঝে মাঝে ক্রাশকে হিউমার দিয়ে হাসাতে পারেন। তবে এটিও বেশি করা যাবে না।
বেপরোয়া হবেন না :
আপনি ক্রাশের নজর কাড়তে চান, ঠিক আছে। এর মানে এই নয় যে তার সামনে বেপরোয়া আচরণ করবেন। এতে সে আপনার ওপর বিরক্ত হবে আর আপনি তার মন পাওয়ার সুযোগও হারাবেন।
আরও পড়ুন : স্বামীর থেকে যেসব প্রতিশ্রুতি চান স্ত্রী
যত্নবান হোন :
যাকে পছন্দ করেন, তার প্রতি যত্নবান হোন। ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন। যত্নবান মানুষকে সবাই পছন্দ করে। দুঃসময়ে তার পাশে থাকুন। এতে তার সঙ্গে আপনার বন্ধন দৃঢ় হবে।
নিজেকে ভালোবাসুন :
নিজেকে ভালো না বাসলে আপনি অন্যকে ভালোবাসবেন কীভাবে। যদি সত্যিই ক্রাশের নজর কাড়তে চান, তবে প্রাণবন্ত জীবনযাপন করুন। নিজেকে ভালোবাসুন। আপনার অবয়বে যেন ফুটে ওঠে সজীবতা। দেখবেন, আপনার দিকে তার দৃষ্টি পড়বেই।
ক্রাশের সঙ্গে পজেটিভ থাকুন :
সবাই পজেটিভ মানুষকে ভালোবাসে। তাই আপনার ক্রাশের সঙ্গে সব সময় পজেটিভ থাকুন। আপনার মধ্যে ইতিবাচক আভা থাকলে ক্রাশের মন জয় করা সহজ হবে।
সান নিউজ/জেএইচ/এইচএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            