সান নিউজ ডেস্ক: খিচুড়ি খেতে কে না পছন্দ করেন। সবজি খিচুড়ি থেকে শুরু করে বিফ, চিকেন কিংবা পাতলা খিচুড়ি সবই জিভেয় পানি এনে দেয়। বিশেষ করে আচারি চিকেন খিচুড়ি রান্না করা হলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চলুন তবে জেনে নেওয়া যাক এর সহজ রেসিপি-
উপকরণ
১. পোলাও চাল ২৫০ গ্রাম
২. মসুর ডাল ২৫০ গ্রাম
৩. মুগের ডাল ২৫০ গ্রাম
৪. মুরগির মাংস ৭৫০ গ্রাম
৫. লবণ ও চিনি স্বাদমতো
৬. ঘি ১ চামচ
৭. সরিষার তেল ১ কাপ
৮. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
৯. আদা রসুন বাটা ১ টেবিল চামচ
১০. হলুদ গুঁড়া ১ চা চামচ
১১. গরম মসলার গুঁড়া ১ চা চামচ
১২. মরিচের গুঁড়া স্বাদমতো
১৩. কাঁচা মরিচ স্বাদমতো ও
১৪. যে কোনো টক আচার ১ টেবিল চামচ।
পদ্ধতি
প্রথমে মুগ ডাল ভেজে নিন। তারপর একটি পাত্রে চাল, মসুর ডাল ও ভেজে রাখা মুগের ডাল একসঙ্গে অন্তত আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন।
এরপর কড়াইতে তেল গরম করে শুকনো মরিচ, তেজপাতা, জিরা, গোলমরিচ, লবঙ্গ ও দারুচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে।
এরপরে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আদা-রসুন বাটা দিয়ে দিন। এরপর একে একে সব গুঁড়া মসলা একসঙ্গে মিশিয়ে দিন। মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তবে একেবারেই পানি দেওয়া যাবে না। ভালো করে কষিয়ে নিয়ে মাংস তুলে রাখতে হবে।
এরপর ভিজিয়ে রাখা চাল ও দু’রকম ডাল ওই কষানো তেলের ওপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণমতো গরম পানি দিয়ে নিন। তারপর এক চামচ যে কোনো টক আচার দিয়ে স্বাদমতো কাঁচা মরিচ দিয়ে মাংস দিয়ে দিন।
এরপর ঢেকে রাখুন ১৫ মিনিটের জন্য। এ সময়ের পরে ঢাকনা খুলে ভালো করে নেড়েচেড়ে উপরে সামান্য ঘি ও গরম মসলার গুঁড়া দিয়ে গরম গরম পরিবেশন করুন আচারি চিকেন খিচুড়ি।
সান নিউজ/এনকে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            