ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ব্রাজিলে ভয়াবহ ঘূর্ণিঝড়, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। এছাড়া হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আরও পড়ুন: কক্সবাজারে দগ্ধ আরও ৩ জেলের মৃত্যু

মূলত ঘূর্ণিঝড়ের ফলে মুষলধারে বৃষ্টি এবং প্রবল বাতাসের কারণে সেখানে এই বিপর্যয়কর অবস্থার সৃষ্টি হয়।

বুধবার (৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ আমেরিকার এই দেশটির ঐ এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে। দেশটির রিও গ্র্যান্ডে ডো সুলের গভর্নর জানান, এটি তার প্রদেশের সবচেয়ে খারাপ আবহাওয়া বিপর্যয়ের ঘটনা।

আরও পড়ুন: সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ৯

ঐ এলাকার হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

স্থানীয় মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে, ৫ হাজার বাসিন্দার শহর মুকুমে শত শত লোককে তাদের বাড়ির ছাদ থেকে উদ্ধার করতে হয়েছে। কারণ শহরের ৮৫ শতাংশই প্লাবিত হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেন, ফেডারেল সরকার সাহায্য করতে প্রস্তুত। কোথাও কোনো সমস্যা হলে মানুষকে বাঁচাতে ফেডারেল সরকার সেখানে কাজ করবে বলে জানান তিনি।

এক সংবাদ সম্মেলনে রিও গ্র্যান্ডে ডো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইট জানান, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মুকুম শহরে আরও ১৫ টি মরদেহ পাওয়া গেছে। এতে মৃতের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৬

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রদেশটিতে ২৪ ঘণ্টারও কম সময়ে ৩০০ মিমি-এর বেশি বৃষ্টিপাত হয়েছে। এর জেরে সেখানে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রেডিও গাউচাকে মুকুম শহরের মেয়র মাতেউস ট্রোজান বলেন, এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন: 'ইন্ডিয়া'র নাম বদল হতে চলেছে?

এদিকে বন্যার কারণে বিচ্ছিন্ন এলাকায় পৌঁছাতে হেলিকপ্টার ব্যবহার করছেন উদ্ধারকর্মীরা। সংবাদ মাধ্যম বলছে, বন্যা হওয়ার পেছনে অনেক কারণ থাকে বলে মনে করা হলেও জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা বৃদ্ধির ফলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দিন দিন বেড়েই চলেছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে ব্রাজিলের সাও পাওলো প্রদেশে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছিলেন। এছাড়া ২০২২ সালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রেসিফ শহরের কাছে প্রবল বৃষ্টিতে ভূমিধস ও কাদার স্রোতে কমপক্ষে ১০০ জন নিহত হন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা