আন্তর্জাতিক

‘করোনার শক্তি কিন্তু কমেনি’, মোদীর সতর্কবার্তা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মার্চ মাসের শেষে লকডাউন ঘোষণার সময়ে ‘তিনি’ বলেছিলেন, এটা ২১ দিনের কুরুক্ষেত্র যুদ্ধ। এতে জিতলে করোনার বিরুদ্ধে জয় অবশ্যম্ভাবী। বাস্তবে জুলাই শেষে এসে প্রতি দু’দিনে গড়ে বাড়ছে প্রায় লক্ষাধিক রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে আজ সোমবার (২৭ জুলাই) ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৮৫ হাজার হলেও রোববার (২৬ জুলাই) রাতে আন্তর্জাতিক সমীক্ষায় তা ১৪ লাখ পেরিয়েছে। যা ১৩ লাখে পৌঁছেছিল দু’দিন আগে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) সম্প্রতি জানায়, ১৫ আগস্টের মধ্যে কোভিডের টিকা আনার চেষ্টা হচ্ছে। সেটা শোনার পরে জল্পনা শুরু হয়ে যায়, তবে কি স্বাধীনতা দিবসে রোগমুক্তির ‘উপহার’ দিতে ব্যগ্র মোদী? এভাবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে টিকা আনা আদৌ সম্ভব কি না, প্রশ্ন উঠতে থাকে সর্বত্র।

নরেন্দ্র মোদী বলেন, গোড়ায় করোনাভাইরাস যতোটা শক্তিশালী ছিল, এখনও ততোটাই শক্তিশালী। দেশ জুড়ে সংক্রমণের সূচক এখন ঊর্ধ্বমুখী। সরকার বুঝতে পারছে, ১৫ অগস্টের মধ্যে টিকা বাজারে ছাড়া কার্যত অসম্ভব। ফলে প্রধানমন্ত্রী গত রাতে এক রেডিও অনুষ্ঠানে বললেন, এ বছর স্বাধীনতা দিবস আসছে সংক্রমণের মধ্যেই। যুব সমাজ যেন ১৫ অগস্টে করোনা থেকে মুক্তির প্রতিজ্ঞা নেয়। আগের মতোই সাবধানতা মেনে চলতে হবে। সংক্রমণ মুক্ত ভারত গড়ার সংকল্প নিতে হবে।

এরই মধ্যে করোনা পরীক্ষা বাড়াতে কলকাতা, নয়ডা ও মুম্বইয়ে আগামিকাল তিনটি অত্যাধুনিক পরীক্ষাগার ও যন্ত্রের উদ্বোধন করতে চলেছেন মোদী। অনুষ্ঠানে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। অত্যাধুনিক পরীক্ষাগারে রোজ ১০ হাজার করোনা পরীক্ষা সম্ভব। বর্তমানে দেশে রোজ প্রায় ৫০ হাজার নতুন রোগীর সংখ্যাটা স্বাস্থ্যকর্তাদের উদ্বেগে রাখলেও প্রধানমন্ত্রী আজ বলেন, ‘‘ভারতে সংক্রমিতদের সুস্থ হওয়ার হার অন্য দেশের তুলনায় ভাল। আমরা লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাতে পেরেছি ঠিকই, কিন্তু সংক্রমণ-কাল এখনও কাটেনি। গোড়ার দিকে করোনা যতটা ভয়ঙ্কর ছিল এখনও ততটাই।’’ লাগাতার মাস্ক পরা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে এক শ্রেণির মানুষের মধ্যে। অনেকেই জনবহুল এলাকায় মাস্ক খুলে কথা বলছেন। পর্যাপ্ত দূরত্ব মানছেন না। এ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘যাঁরা মাস্ক খোলার কথা ভাবছেন, তাঁরা এক বার চিকিৎসক ও অন্য কোভিড যোদ্ধাদের কথা ভাবুন, যাঁরা ২৪ ঘণ্টা মাস্ক পরে লড়াই করে যাচ্ছেন।’’

করোনা-পরীক্ষার নিরিখে জাতীয় গড়ের চেয়ে পিছিয়ে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের মতো রাজ্য। কলকাতা ও নয়ডায় তাই অত্যাধুনিক যন্ত্র এবং পরীক্ষাগারের ব্যবস্থা হচ্ছে। মুম্বইয়েও একই পরিকাঠামো রাখা হচ্ছে। তিনটি শহরে হাই থ্রুপুট পরীক্ষাগার খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিদেশ থেকে আনা অত্যাধুনিক রোবটিক যন্ত্রে দিনে ১০ হাজার করোনা পরীক্ষা সম্ভব। ওই যন্ত্রের মাধ্যমে হেপাটাইটিস বি ও সি, এইচআইভি, যক্ষ্মা, ডেঙ্গির পরীক্ষাও করা যাবে। আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) ভিডিও কনফারেন্সে এগুলোর উদ্বোধন করবেন মোদী।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

নাসার চাঁদে অভিযানের দায়িত্বে স্পেসএক্স না ব্লু অরিজিন?

পরবর্তী চাঁদ অভিযান কর্মসূচিতে কোন প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে নাসার নতুন প্রশ...

হোসিয়ারি পল্লীতে ৫০০ কোটি টাকার শীতবস্ত্র বেচা-কেনার সম্ভাবনা

শীতের মাত্রা যত তীব্র হচ্ছে, ততই যেন হোসিয়ারি পল্লীতে ব্যস্ততা বাড়ছে। পরিবারে...

মাদারীপুর-২ মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান

সবুজ সংকেত পেয়ে ইসলামী আটদলীয় জোটের মাদারীপুর-২ আসনে প্রার্থী হয়ে মনোনয়ন ফরম...

ময়মনসিংহ-১১ ভোটার সংখ্যা, ব্যয় সীমা ও মনোনয়ন দাখিল সংক্রান্ত নির্দেশনা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা সংসদীয় আসনের...

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতাল...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা