আন্তর্জাতিক

এবার ২৭০ কোটি ডলার অনুদান দিলেন ম্যাকেঞ্জি

আন্তর্জাতিক ডেস্ক : করোনার কারণে গত বছর ম্যাকেঞ্জি স্কট বিনামূল্যে খাদ্য প্রদানকারী সংস্থা ও জরুরি ত্রাণ তহবিলে ৪০০ কোটি ডলারের বেশি দান করেন। এর এক মাস আগে বর্ণ সমতা, এলজিবিটিকিউ অধিকার ও জলবায়ু পরিবর্তনরোধে ১৭০ কোটি ডলার দান করেন। এবার বিভিন্ন সংস্থাকে তিনি আরও ২৭০ কোটি ডলার অনুদান দিলেন।

বিলিয়নিয়ার ম্যাকেঞ্জি স্কট মঙ্গলবার (১৫ জুন) জানিয়েছেন, তিনি আরও ২৭০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৮৮৫ কোটি) অনুদান দিয়েছেন। প্রায় ৩০০টি সংস্থায় এ অর্থ অনুদান দেন তিনি।

তিনি বলেন, ঐতিহাসিকভাবে এই সংস্থাগুলোকে উপেক্ষা করা হয়েছে। এরা আগে অনুদান পায়নি।

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সঙ্গে ২০১৯ সালে ছাড়াছাড়ি হয় তার। এরপর তিনটি ধাপে ৮০০ কোটি ডলারেরও বেশি (বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৭৮০ কোটি টাকার বেশি) অর্থ দান করেন তিনি। এসব অনুদানের খবর প্রতিবারই হঠাৎ করে প্রকাশ করা হয়েছে।

গত মার্চে সিয়াটলের বিজ্ঞান শিক্ষক ড্যান জেওয়েটকে বিয়ে করেন ম্যাকেঞ্জি। জেফ বেজোসের সঙ্গে তালাকের অংশ হিসেবে তিনি আমাজনের চার শতাংশ মালিকানা পান। এরপর তিনি ঘোষণা করেন, সম্পদের অধিকাংশই তিনি দান করে দেবেন। ম্যাকেঞ্জির বর্তমান সম্পদ ৬ হাজার কোটি ডলার। বর্তমানে বিশ্বের বিশতম ধনী ব্যক্তি তিনি।

মিডিয়াম নামক ওয়েবসাইটের ব্লগ পোস্টে ম্যাকেঞ্জি লিখেছেন, এসব অনুদানে নিজেকে ও ড্যানকে আলোচনার কেন্দ্রবিন্দুতে না রেখে কীভাবে অনুদান পাওয়া সংস্থাগুলোকে আলোচনায় আনা যায় তা নিয়ে তাকে বেশ ভাবতে হয়েছে।

তিনি বলেন, ‘আমি, ড্যান এবং গবেষক, প্রশাসক ও উপদেষ্টারা মিলে অর্থ অনুদানের উদ্যোগ নিয়েছিলাম। যা পরিবর্তন আনার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এই প্রচেষ্টার অংশ হিসেবে, আমরা একটি নম্র বিশ্বাস দ্বারা পরিচালিত হয়েছি যে, বিপুল পরিমাণ সম্পদ যদি অল্প কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত না থাকে তাহলে ভালো হয়।’

যেসব প্রতিষ্ঠানে তিনি অনুদান দিয়েছেন তার মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, আর্ট সেন্টার এবং বর্ণ ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠার জন্য কাজ করা বিভিন্ন সংগঠন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শাপলা নয় এনসিপিকে বালতি-বেগুনসহ ৫০ প্রতীকের অপশন

শাপলা প্রতীক নয় বরং বেগুন, বালতিসহ ৫০টি প্রতীক থেকে জাতীয় নাগরিক পার্টিকে (এন...

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এইডস ম...

আ. লীগের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনো তৎপর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজ...

লুটপাটের ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা 

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধ...

গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটক, নিরাপত্তার দাবি জামায়াতের

গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় ইসরায়েলের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা