আন্তর্জাতিক

স্টেডিয়াম যখন করোনার হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় দফার প্রকোপে ভারতের রাজ্যজুড়ে হাসপাতালগুলোতে দেখা গেছে শয্যার সংকট। এ সংকট মোকাবিলায় কলকাতার সল্টলেক অবস্থিত স্টেডিয়ামকে কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তুলছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী প্রাথমিকভাবে এই স্টেডিয়ামে ২০০-রও বেশি শয্যা থাকবে বলে জানা গেছে। রাজ্য সরকারের সঙ্গে এই কাজে সহযোগিতা করবে আমরি হাসপাতাল। রাজ্যজুড়ে বেডের সমস্যা মেটাতেই এই উদ্যোগ।

পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। ফলে হাসপাতালগুলোয় শয্যা পাওয়া যাচ্ছে না। শয্যা সংকটের কারণে মৃত্যু হচ্ছে অনেকের। সেই সমস্যা সমাধানের জন্যই সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনকে কোভিড হাসপাতাল রূপে তৈরি করেছে রাজ্য সরকার।

অস্থায়ীভাবে স্টেডিয়ামের ভেতরে তৈরি এই হাসপাতালে আপাতত ২২৩টি বেডের বন্দোবস্ত করা হয়েছে। এর মধ্যে সাধারণ শয্যার সংখ্যা ২১০টি। তবে এখানে থাকছে না কোনো ইন্টেভসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি সল্টলেক স্টেডিয়ামে করোনার টিকাদান কর্মসূচিও চলবে। আর রাজ্য সরকারের সঙ্গে ওই কাজে সহায়তা করবে আমরি হাসপাতাল।

আমরি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সল্টলেক স্টেডিয়ামে করোনা রোগীর চিকিৎসার জন্য জেনারেল আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। এখন অক্সিজেনের সুবিধা থাকলেও, জরুরি পরিষেবা আপাতত মিলবে না সেখানে। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা সংকট দেখা দেয়। এ জন্য বেশ কয়েকটি স্টেডিয়ামকে করোনা চিকিৎসার জন্য গড়ে তোলে রাজ্য সরকার। কয়েক দিন আগে যাদবপুর স্টেডিয়ামকেও করোনা হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছিল।

সেখানেও ২০০ বেড নিয়ে চিকিৎসাও শুরু হয়েছে। সেখানে রাজ্য সরকারকে সহায়তা করছে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল।

এর আগে থেকে ইডেন গার্ডেন সেফ হাউস হিসেবে ব্যবহার হচ্ছিল। বর্তমানে রাজ্যের পুলিশ কর্মীদের জন্য সেটা ব্যবহার করা হচ্ছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা