আন্তর্জাতিক

ট্রাম্পের মুক্তি দুঃখজনক : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় অভিশংসনের বিচারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযুক্ত না হয়ে খালাস পাওয়ার ঘটনাকে ‘ইতিহাসের দুঃখজনক অধ্যায়’ বলে বর্ণনা করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া মার্কিন গণতন্ত্র যে ভঙ্গুর অবস্থাতে রয়েছে, এবার তা-ও মনে করিয়ে দিলেন তিনি।

ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত অভিশংসনের বিচারে মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা পাঁচ দিনের ওই শুনানিতে ট্রাম্পের বিরোধী পক্ষ ডেমোক্র্যাটদের অভিযোগ ছিল, গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়ে ফল বাতিলের উদ্দেশ্যে মার্কিন কংগ্রেসে হামলা চালাতে সমর্থকদের উসকে দিয়েছেন ট্রাম্প।

৫৭-৪৩ ভোটে এ শুনানি শেষ হয়েছে। দোষী সাব্যস্ত করার জন্য ট্রাম্পের বিপক্ষে অন্তত ৬৭টি ভোটের প্রয়োজন ছিল। অভিশংসন শুনানিতে অংশ নেওয়া ৭ জন রিপাবলিকান প্রতিনিধি ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন। তবুও দোষী সাব্যস্ত করার জন্য প্রয়োজনীয় এক-তৃতীয়াংশ ভোট না পড়ায় বেঁচে যান ট্রাম্প।

অভিশংসনের অভিযোগ থেকে নিজের খালাস পাওয়াকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই অভিশংসনকে ‘ডাইনি শিকার’ বলে উল্লেখ করেছেন।

ট্রাম্পের খালাস পাওয়ার প্রতিক্রিয়ায় বাইডেন বলেছেন, যদিও চূড়ান্ত ভোটের মাধ্যমে দোষী সাব্যস্ত করা যায়নি, কিন্তু এই অভিযোগের বিষয়টি কোনো বিতর্কের অবকাশ রাখে না।

তিনি আরও বলেন, আমাদের ইতিহাসের এই দুঃখজনক অধ্যায় মনে করিয়ে দিল যে, গণতন্ত্র আসলে ভঙ্গুর। এটি সবসময় রক্ষা করতে হয়। তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আমেরিকায় সহিংসতা ও চরমপন্থার কোনো স্থান নেই। এবং আমেরিকান হিসেবে, বিশেষ করে নেতা হিসেবে, আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য হল সত্যকে রক্ষা করা ও মিথ্যাকে পরাজিত করা।

অভিশংসনের প্রক্রিয়া থেকে বাইডেন নিজেকে দূরে রেখেছিলেন। শুনানি সরাসরি দেখেননি তিনি। বাইডেনের সহযোগীরা উদ্বিগ্ন ছিলেন এর ফলে অফিসের পরিকল্পনা থেকে তার মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যেতে পারে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা