আন্তর্জাতিক

ব্রেক্সিট চুক্তি : ভাঙনের মুখে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের এখন আনন্দের দিন। গত দুই ব্রিটিশ প্রধানমন্ত্রী যা পারেননি, তিনি ব্রেক্সিট চুক্তি কার্যকর করতে পেরেছেন। জনসনের এই হাসি বেশিদিন টিকবে না। ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এবার যুক্তরাজ্যের ইউনিয়ন রক্ষার লড়াইয়ে নামতে হবে জনসনকে।

শনিবার (২ জানুয়ারি )জনসন তার টুইটবার্তায় জানিয়েছেন,‘ব্রিটেনের জন্য দুর্দান্ত বছর। করোনা মহামারী ও ব্রেক্সিট সংক্রান্ত বাণিজ্যিক জটিলতা সত্ত্বেও ২০২১ সালকে যুক্তরাজ্যের জন্য ভালো বছর বলে অভিহিত করেছেন তিনি। কিন্তু বিশ্লেষক ও পর্যবেক্ষকরা বলছেন ভিন্ন কথা।

চার জাতির সাংবিধানিক চুক্তির মাধ্যমেই যুক্তরাজ্যের সৃষ্টি। ব্রিটেন ছাড়া ইউনিয়নের অন্য তিন সদস্যদের মধ্যে স্কটল্যান্ড একবার স্বাধীনতার পক্ষে গণভোটও দিয়েছে। প্রথম গণভোটে স্বাধীনতার পক্ষে কাঙ্খিত ভোট না পড়লেও দ্বিতীয় গণভোটে স্বাধীনতার পক্ষে রায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজেন।

ইউরোপের সঙ্গে যুক্তরাজ্যের আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তি হওয়ার পর নিকোলা বলেছেন,‘আমরা স্কটল্যান্ডবাসী আবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মিলব।’ স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টারের এমন বক্তব্যই বলে দিচ্ছে যে, তারা যুক্তরাজ্য ছাড়ার প্রস্তুতির মধ্যেই আছেন।

এডিনবার্গ, কার্ডিফ, বেলফাস্টের সঙ্গে লন্ডনের দূরত্ব শুধু স্থানিক নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক দূরত্বও অনেক বেশি। দীর্ঘদিন ধরেই লন্ডনকে সবচেয়ে বেশি সুবিধাভোগী বলে আছে বাকিরা। সম্প্রতি স্টসম্যান পত্রিকার এক জরিপে বলা হচ্ছে, স্কটল্যান্ডের স্বাধীনতার দাবিতে করা প্রথম গণভোটে যুক্তরাজ্যের সঙ্গে থাকতে চাওয়া মানুষের সংখ্যা আগের তুলনায় ১৬ পয়েন্ট কমেছে।

নর্দার্ন আয়ারল্যান্ডের জাতীয়তাবাদী রাজনীতিকরা সিএনএনকে বলেছেন, তারা স্বাধীনতার প্রশ্নে আগের চেয়ে অনেক সংগঠিত। গণভোটের মাধ্যমে রিপাবলিক অব আয়ারল্যান্ড গঠনের দাবি সামনে আসতে পারে। ওয়েলসে স্বাধীনতার দাবি এখনও জোরালো হয়নি। কিন্তু সেখানেও কনজারভেটিভ পার্টি জাতীয়তাবাদী রাজনীতির চাপে রয়েছে।

অবশ্য লন্ডন এখনও (কনজারভেটিভদের ঘাঁটি) তার চারিত্রিক বৈশিষ্ট্য বজায় রেখে চলার পথেই রয়েছে। অর্থ দানের মাধ্যমে লন্ডন এখনও আধিপত্য ধরে রাখতে চাইছে বাকি ৩ জাতির ওপর। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই জনসন নিজেকে জোট টিকিয়ে রাখার সৈনিক হিসেবে দেখানোর চেষ্টা করে আসছেন। চার জাতির মধ্যে বারবার সমন্বয়ের কথাও তাকে বলতে শোনা গেছে একাধিক বার।

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের টেরিটোরিয়াল পলিটিকস বিভাগের অধ্যাপক নিকোলা ম্যাকউয়েন সিএনএনকে বলেন, ‘ব্রেক্সিটের কারণে স্বাধীনতার দাবি আরও বেড়েছে। কনজারভেটিভরা যদি নতুন ব্রেক্সিট নীতির অধীনে ইউনিয়নভুক্ত তিন জাতির ওপর অন্যায্য আচরণ করে, তাহলে অর্থনৈতিক ধস থেকে ইউনিয়ন ভেঙে যাওয়া ঠেকানো মুশকিল হয়ে যাবে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

বিপ্লবী হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা জাতীয় সংসদ ভবন এলাকায় সম্...

কাজী নজরুল ইসলামের সমাধির পাশে বিপ্লবী হাদির দাফন সম্পন্ন

ওসমান হাদির দাফন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে।...

ঝালকাঠিতে শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি

দক্ষিনের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হ...

আলফাডাঙ্গা কলেজে পরীক্ষা চলাকালে অস্ত্র হাতে মহড়া, গ্রেপ্তার যুবক

ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে স্নাতক সম্মান (ডিগ্রি) পরীক্ষা চলাকালে দেশীয়...

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

চাকসুর উদ্যোগে ইসলামী ব্যাংক–চবি’র কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি কর্পোরেট...

সাড়ে ৩ ঘণ্টা পর ঝালকাঠিতে সড়ক অবরোধ প্রত্যাহার

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সন্তান সাম্রাজ্যবাদবিরোধী সংগঠন ‘ইনকিলাব ম...

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে কুষ্টিয়ার মিরপুরে এক ব্যবসায়ীকে জরিমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা