ফ্যাশনঃ অফিসে নিজেকে প্রেজেন্টেবল রাখাটা খুব জরুরী। তাই এক একদিন এক একটা পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিক ব্যবহার করা অনেক সময় সম্ভব হয় না। তাই কিনে রাখুন এমন একটা কালার যা সব পোশাকের সঙ্গেই সমান ভাবে পরতে পারবেন। কিন্তু বুঝতে পারছেন না কোন কালারটা সব পোশাকের সঙ্গেই ভালো লাগবে? দেখে নিন।
লাক্মি নাইন টু ফাইভ রোস অ্যালারট

যারা পিঙ্ক পছন্দ করেন অথচ বেশি ডিপ নয়, হালকা তাদের জন্য এটা ভালো। হালকা একটা পিঙ্ক শেড। অনেকক্ষণ থাকবেও এবং ঠোঁটকে ময়েশচারাইজড রাখে সারাদিন। তাই রোজকার ব্যবহারের জন্য এটা বেশ ভালো।

হালকা অরেঞ্জ শেড অনেকেই পছন্দ করেন। আর এখন ফ্যাশনে বেশ ইন কালারটি। যেহেতু হালকা শেড তাই রোজ অফিসে এবং যেকোনো পোশাকের সঙ্গে অনায়াসেই পরা যেতে পারে।

যারা রোজকার ব্যবহারের জন্য পিঙ্কের সঙ্গে ম্যাট ফিনিশ চাইছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট। হালকা একটা সুন্দর পিঙ্ক রঙ সঙ্গে ম্যাট ফিনিশ। বেশ স্টাইলিশ। রোজকার অফিস লুকের জন্য একদম পারফেক্ট।

এটা একটা হালকা ব্রাউন ন্যুড কালার। ন্যুড শেড সঙ্গে সেমি ম্যাট ফিনিশ। সবরকম পোশাকের সঙ্গে এই কালারটি দারুন যায়। ট্রাই করে দেখতে পারেন।

যারা পিঙ্ক, রেড ছাড়া একটু অন্য রকম কালার চাইছেন তাদের জন্য এটি খুব ভালো অপশন। যেকোনো কোরাল কালার সবরকম পোশাকের সঙ্গে ভালো মানায়। হালকা সাজে স্টাইল বজায় রাখতে এই ধরনের কোরাল কালার একদম পারফেক্ট।
সান নিউজ/এসএ