বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্তের ‘জেলার’ ছবিটি কয়েকদিন আগে মুক্তি পেয়েছে। এরই মাঝে ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে।
আরও পড়ুন: ১৫১টি হলে মুক্তি পাচ্ছে ‘এমআর–৯’
যার আয় হয়েছে ৫৫০ কোটি রুপি। শুরু থেকেই লেগে আছে বিতর্ক তবে ছবি নিয়ে নয়, বরং সমালোচনা খোদ রজনীকান্তকে নিয়ে।
রজনীকান্ত উত্তরপ্রদেশে ‘জেলার’ ছবির বিশেষ প্রদর্শনীতে কিছু দিন আগে গিয়েছিলেন। তিনি ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে দেখাও করেন।
তাদের সাক্ষাতের একটি ছবিও ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যায়, মাথানত করে যোগীকে প্রণাম করছেন ‘থালাইভা’।
আরও পড়ুন: লাইভে এসে যা বললেন চমক
রজনীকান্তের বয়স ৭২ বছর যোগীর বয়স ৫২ বছর। বয়সে ২০ বছরের ছোট কাউকে কেন পায়ে হাত দিয়ে প্রণাম? সুপারস্টার এমন প্রশ্নের মুখে পড়েছেন।
মুখ্যমন্ত্রী বলেই কি এমন কাজ? নাকি সম্পর্ক ভালো রাখার জন্যই প্রণাম করতে হলো? এমন প্রশ্নের জন্য অবশেষে মুখ খুললেন রজনীকান্ত।
আরও পড়ুন: কঙ্গনার প্রশংসা করলেন করণ
তিনি জানান, আমার অভ্যাস যখনই কোনো সন্ন্যাসী বা যোগীর সাথে আমার দেখা হয়, তখন বয়সে ছোট হলেও পায়ে হাত দিয়ে প্রণাম করি। আমি তা-ই করেছি।
২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান তিনি। সুপারস্টারের দাবি যোগীর বেশভূষাই তাকে মাথা নত করিয়েছে। তাতেও গলেনি ভক্তদের মন ।
সান নিউজ/এমএ/এনজে/এইচএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            