ছবি : সংগৃহিত
বিনোদন

অবশেষে নিষিদ্ধ অভিনেত্রী চমক!

বিনোদন ডেস্ক: অবশেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আগামী ৩ মাসের জন্য টিভি অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে নিষিদ্ধ করেছে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ।

আরও পড়ুন: চমকের শাস্তি চান পরিচালকরা

সোমবার (২১ আগস্ট) দুপুরে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাগর বলেন, রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হলো।

আগামী ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৩ মাস টিভি এবং ডিজিটাল মাধ্যমে ডিরেক্টরস গিল্ডের কোনো সদস্য চমককে নিয়ে কোনো ধরনের নির্মাণ কাজ করতে পারবেন না।

আরও পড়ুন: আমাদের সিনেমা ঘুরে দাঁড়িয়েছে

এস এম কামরুজ্জামান সাগর পরিচালকের আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি উল্লেখ করে বলেন, অভিযোগকারী নির্মাতা আদিফ হাসান যে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, সেই অর্থ আগামী ৩০ আগস্টের মধ্যে পরিশোধ করবেন এবং থানায় যে মিথ্যা জিডি করেছেন তা তুলে নেবেন চমক।

অন্যথায় আমরা নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। ডিরেক্টরস গিল্ডের এই সিদ্ধান্ত কোনো সদস্য অমান্য করলে তার বিরুদ্ধেও সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

আরও পড়ুন: নতুন সিনেমার ঘোষণা দেবেন পূজা!

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক চমকের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সাগর জানান।

তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, শুটিং সেটে পুলিশ ডেকেছিলেন তিনি।

গত ৪ আগস্ট রাজধানীর উত্তরায় ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ শিরোনামের নাটকের শুটিং সেটে এ ঘটনা ঘটে। এ নিয়ে ডিরেক্টরস গিল্ডে লিখিত অভিযোগ করেন নাটকটির নির্মাতা আদিফ হাসান।

আরও পড়ুন: এবার পরিচালনায় দিশা পাটানি

অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে টিভি নাটকের ৪টি সংগঠনের নেতৃবৃন্দ গত ১৩ আগস্ট বিচার সভায় বসেন।

সব অভিযোগ সেখানে প্রমাণিত হওয়ায় চমককে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, লিখিত অঙ্গীকার, জিডি প্রত্যাহার ও অর্থ জরিমানা করা হয়।

ডিরেক্টরস গিল্ড চমককে নিষিদ্ধ করার দাবি জানায়। তারই পরিপ্রেক্ষিতে আজকে আনুষ্ঠানিকভাবে এ অভিনেত্রীকে নিষিদ্ধ করা হলো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টাঙ্গাইলে দুই বাসের সংঘর্ষে আহত ২৫

জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কা...

দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের মানববন্ধ

এসআর শফিক স্বপন , (মাদারীপুর) প্রতিনিধি: দৈনিক যায়যায়দিন পত্...

ট্রাফিক আইন লঙ্ঘনে ১৬৩৫ মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ট্রাফ...

রাজধানী ঢাকা সফরে এসেছেন আন্তোনিও 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদশের অন্তর...

শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির সাংবাদিক সম্মেলন

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির সাংবাদিক স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা