বিনোদন

ট্রল উৎপাতে অতিষ্ঠ কারিনা আলিয়া

বিনোদন ডেস্ক:

গত দশ দিন ধরে ক্রমাগত ট্রোলের শিকার হচ্ছেন করণ জোহর, কারিনা কাপূর খান, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, সোনাম কাপূরেরা। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে স্বজনপোষণের যে অভিযোগ উঠেছে, তাতে স্টার কিডরা নিশানা হচ্ছেন। আর করণকে তো সেই কবে থেকে দাগিয়ে দেওয়া হয়েছে ‘নেপোটিজ়মের ফ্ল্যাগ বেয়ারার’ বলে। এই পরিস্থিতিতে সোনাক্ষীর মতো অনেকে টুইটারে মুখ খুলেছেন।

ট্রোলের হাত থেকে রেহাই মিলছে না ইনস্টাগ্রামেও। সেখানে তারকাদের কমেন্ট বক্স, মেসেজ বক্স ভরে যাচ্ছে নেতিবাচক মন্তব্যে। অনেক ক্ষেত্রেই তা গালিগালাজের পর্যায়ে চলে যাচ্ছে। যে কারণে কারিনা, আলিয়ারা তাঁদের কমেন্ট বক্সে লিমিটেড অ্যাকসেস করে দিয়েছেন। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক মেসেজই সেখানে আসতে পারবে। এদের পোস্টে কমেন্ট করতে গেলে দেখাবে, ‘কমেন্টস অন দিস পোস্ট হ্যাভ বিন লিমিটেড।’ এই ধরনের ফিল্টার থাকার ফলে যে কেউ আর তাদের প্রোফাইলে কমেন্ট করতে পারবে না।

ট্রোলিংয়ের হাত থেকে বাঁচতে এই পথই নিয়েছেন সোনাম, করণ, সোনাক্ষীর মতো তারকারা। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন একতা কাপূরও। সুশান্তকে প্রথম সুযোগ দেওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনিও কমেন্ট বক্স ফিল্টার করেছেন।

তবে সব তারকা যে এই পন্থা নিয়েছেন, এমন নয়। সুশান্তের মৃত্যুর পরে সালমান খানও ট্রোলের শিকার হয়েছেন। কিন্তু তিনি অ্যাকসেস লিমিটেড করেননি। এ ক্ষেত্রে সালমান মুখ না খুলে তার ভক্তদের সংযত আচরণ করতে বলেছেন। দীপিকা পাদোকোন, রণবীর সিং, আনুষ্কা শর্মা, হৃতিক রোশন, শ্রদ্ধা কাপূরের অ্যাকাউন্ট আগের মতোই রয়েছে। মূলত সুশান্তের মৃত্যুর নেপথ্য কারণ হিসেবে যারা নেটিজ়েনের রোষের মুখে পড়েছেন, তারাই সোশ্যাল মিডিয়া থেকে এই মুহূর্তে দূরত্ব বজায় রাখছেন।

অন্য দিকে ইনস্টাগ্রাম থেকে ‘রিমেম্বারিং’ করে দেওয়া সুশান্তের অ্যাকাউন্টের ভক্তসংখ্যা উত্তরোত্তর বাড়ছে। ১২.৪ মিলিয়ন থেকে সুশান্তের ইনস্টা-ফলোয়ারের সংখ্যা বেড়ে ১৩.৮-এ দাঁড়িয়েছে!

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চোর সন্দেহে গণপিটুনি: গাইবান্ধায় তিনজন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে...

ভারত-আফ্রিকা বিশ্বকাপ মহারণে আজ উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট

নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লেখার অ...

আমরা মদিনার ইসলাম চর্চা করি, মওদুদীর ইসলাম নয়: সালাহউদ্দিন

একটি রাজনৈতিক দল ইসলামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহ...

চীনে নভোচারীর সঙ্গে মহাকাশে পাঠানো হলো ৪টি কালো ইঁদুর

নভোচারীদের সঙ্গে প্রথমবারের মতো চারটি কালো ইঁদুরকে চীনের মহাকাশ স্টেশনে পাঠান...

বৃষ্টির কারণে থেমে গেল নারী বিশ্বকাপের ফাইনাল ম্যাচ

নারী ওয়ানডে বিশ্বকাপের পর্দা নামার কথা আজ। তবে বৃষ্টির কারণে খেলা একনো শুরু হ...

সরকার রাজনৈতিক দলগুলো থেকে এক সপ্তাহের মধ্যে সুপারিশ চাইল

সরকারের উপদেষ্টা পরিষদ সোমবার (৩ নভেম্বর) সাংবাদিকদের সামনে জানিয়েছে, জুলাই...

নৌকা মাটিতে নামানোরও দরকার নেই, নৌকা নৌকার জায়গায় থাকুক: মাসুদ কামাল

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল ব...

কর্পোরেট জগত থেকে ক্রিকেট বোর্ডে- বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা