ভিডিও, ফাঁসের, হুমকি, দিলেন, সনু ,নিগাম!,
বিনোদন

ভিডিও ফাঁসের হুমকি সনু নিগামের!

বিনোদন ডেস্ক:

অল্প বয়সেই জনপ্রিয়তা পাওয়া সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর স্বজনপ্রীতির সমালোচনা উঠেছে ভারতের বলিউডের ওপর।

এতে সর্বশেষ যুক্ত হলেন গায়ক সনু নিগাম। প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারকে ‘মিউজিক মাফিয়া’ উল্লেখ করে ভিডিও ফাঁসের হুমকি দিয়েছেন তিনি। আর এতে ভীষণ চটেছে ভূষণ কুমারের স্ত্রী অভিনেত্রী দিব্যা খোসলা। তিনি সনুকে ‘অকৃতজ্ঞ’ বললেন।

দিব্যা ইনস্টাগ্রাম স্টোরিতে জবাব দেন সনুকে। তিনি লেখেন, ‘সনু জি টি-সিরিজ আপনাকে তৈরি করেছে। আপনাকে ব্রেক দিয়েছে ইন্ডাস্ট্রিতে। আপনাকে এগিয়ে নিয়ে গেছে। আপনার যদি এতই রাগ ছিল ভূষণের ওপর আগে কেন বললেন না! আজ সস্তা পাবলিসিটির জন্য এইসব করছেন। আপনার পিতার কত ভিডিও আমি নিজে পরিচালনা করেছি, উনি কৃতজ্ঞতা জানাতেন। কিন্তু কিছু মানুষ হয়ই অকৃতজ্ঞ। আচ্ছা সিলা দিয়া তুনে মেরে প্যায়ার কা।’

তিনি আরও লেখেন, ‘আজ মোদ্দা কথা হলো কে ভালোভাবে ক্যাম্পেইন চালাতে পারছেন! আমি তো দেখছি লোকজন মিথ্যাটাও বিক্রি করে দিচ্ছে। কারণ তাদের ক্যাম্পেইনটা খুব জোরালো। সনু নিগামও হলো এরকম একজন মানুষ, যে জানে কীভাবে দর্শকদের মনের সঙ্গে খেলতে হয়। ঈশ্বর এই পৃথিবীকে রক্ষা করুক!’

সনু নিগাম নিজের ফেসবুক পেজ ও ইউটিউবে গতকাল (২২ জুন) একটি ভিডিও পোস্ট করেন। তার প্রেক্ষিতে দিব্যা এ কথাগুলো বলেন।
এদিকে সনু তার ভিডিওতে দাবি করেন টি-সিরিজের মালিক অনেক শিল্পীকে বঞ্চিত করতেন। বলেন, ‘দুটি বড় কোম্পানি আছে। তাদেরই নিয়ন্ত্রণে পুরো মিউজিক ইন্ডাস্ট্রি। তারা নতুন শিল্পীদের যোগ্য মর্যাদা দেয় না।’

তাদের মাফিয়া বলে উল্লেখ করেন সনু। সেখানে তিনি সরাসরি টি-সিরিজ কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ভূষণ কুমারের নাম ধরে অভিযোগ তুলেছেন।

ভিডিওতে ভূষণকে ‘তুই’ বলে সম্বোধন করেন ক্ষিপ্ত সনু। বলেন, ‘তুই ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়েছিস। তুই ভুলে গেছিস, সেই সময়টা যখন আমার কাছে এসে বলেছিলি, ভাই দয়া করে আমার একটা অ্যালবাম করে দাও। বলেছিলি, ভাই স্মিতা ঠাকরের সঙ্গে দেখা করিয়ে দাও, বাল ঠাকরের সঙ্গে সাক্ষাত করিয়ে দাও। আবু সালেমের হাত থেকে আমাকে বাঁচাও। আবু সালেম আমাকে গালিগালাজ করছে... মনে আছে? না ভুলে গিয়েছিস! আমি তোকে বলে দিচ্ছি, আমার সঙ্গে ঝামেলায় জড়াস না।’

দুই বছর আগে ভূষণ কুমারে বিরুদ্ধে মিটু-র অভিযোগ এনেছিলেন মারিনা কুওয়ার বলে এক উঠতি গায়িকা। সেই প্রসঙ্গেও ভিডিওতে কথা বলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়ক। সূত্র: হিন্দুস্তান টাইমস

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা