বিনোদন

মুখ খুললেন সুস্মিতা সেন!

বিনোদন ডেস্ক:

তিনিও স্বজনপ্রীতির শিকার! দিন দুই আগে এক অনুরাগীর প্রশ্নের উত্তরে টুইটে এ কথা জানিয়েছিলেন সুস্মিতা সেন। এ বার বিষয়টি নিয়ে আরও বিশদে মুখ খুললেন সাবেক বিশ্বসুন্দরী।

সুশান্ত সিংহ রাজপুতের অকাল প্রয়াণের জন্য বলিউডের নেপোটিজমকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এক ঝাঁক তারকা। তাদের দিকে পাল্টা আঙুল তুললেন সুস্মিতা, বললেন ‘‘স্বজনপ্রীতির বিরুদ্ধে আঙুল তোলার আগে সবার মনে রাখা উচিত, আমরাই কিন্তু একে আদর করে যুগের পর যুগ বয়ে বেড়াচ্ছি। একা এক জনের পক্ষে এ সব করা সম্ভব নয়।’’

সুস্মিতার জোরালো প্রশ্ন, ‘‘স্বজনপ্রীতি যেমন ছিল তেমনই বলিউডের ‘ভেতর’ আর ‘বাইরের লোক’রাও ছিলেন, আছেন, থাকবেন। সবাই জানেন, তবু সুশান্তের মৃত্যুর পর বিষয়টি নিয়ে সবাই এমন ভাবে বলছেন যেন এই প্রথম শুনছেন এ সব! কই, এত দিন বিষয়গুলি নিয়ে কেউ তো একটা শব্দও খরচ করেননি!’’

সুস্মিতা নিজেও দীর্ঘ দিন পরে ‘আর্যা’ ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে ফিরছেন। অভিনয় নিয়ে তাকেও সমালোচনা শুনতে হয়েছে প্রচুর। সেই ক্ষোভ কি এই সুযোগে উগরে দিচ্ছেন সেন সুন্দরী? এমন প্রশ্নও কিন্তু ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়।

এই সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ‘সুশ’ তার মতো করেই বলেছেন, ‘‘এক দিনে যেমন অচলায়তন গড়ে ওঠে না, এক দিনে তাকে ভাঙাও যায় না। কেউ চেষ্টাও করেননি এত দিন ভাঙতে। সুশান্ত প্রথম সারির অভিনেতা ছিলেন। তাই তার মৃত্যুর পর স্বজনপ্রীতি নিয়ে এত শোরগোল।’’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা