সামান্থা রুথ প্রভু
বিনোদন

বিবাহ বিচ্ছেদ সত্যিই খুব যন্ত্রণাদায়ক

বিনোদন ডেস্ক: চার বছর আগে নাগা চৈতন্যর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সামান্থা রুথ প্রভু। ভালোই চলছিল দক্ষিণী সিনেমার এ দুই তারকার সংসার। হঠাৎ সামনে আসে তাদের সংসার ভাঙনের খবর। গত ২ অক্টোবর বিচ্ছেদের এ খবরের সত্যতাও নিশ্চিত করেছেন দুই তারকা।

নাগার সঙ্গে বিচ্ছেদের পর অনেকটা আড়ালে থেকে নিজেকে সামলে নিচ্ছেন সামান্থা। তবে বিচ্ছেদের পেছনে সমালোচকরা দায়ী করছেন সামান্থাকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। সেখানে কেউ বলছেন, ‘সামান্থা হাই মেইনটেন্যান্স’, কেউ বলছেন, ‘পরকীয়ায় জড়িয়েছেন সামান্থা।’। তাতে কান দেননি সামান্থা।

তবে সামান্থা ‘গর্ভপাত করিয়েছেন’ এবং ‘সন্তান ধারণ করতে চান না’ বলেই বিচ্ছেদ হয়েছে, এমন অভিযোগের পর আর চুপ থাকতে পারেননি এ অভিনেত্রী। নীরবতা ভেঙে কড়া জবাব দিয়েছেন এসব অভিযোগের। শুক্রবার (৮ অক্টোবর) রাতে ইনস্টাগ্রামে এ নিয়ে পোস্ট শেয়ার করেছেন তিনি।

পোস্টে সামান্থা লেখেন, ‘আমার ব্যক্তিগত সমস্যা নিয়ে আপনাদের চিন্তা দেখে আমি আপ্লুত। যারা সহানুভূতি দেখিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। আমি জানি অনেক মিথ্যা গুজব রটানো হচ্ছে। বলা হচ্ছে, আমি অন্য সম্পর্কে জড়িয়েছি, মা হতে চাইনি, সুযোগসন্ধানী। এখন তো শুনছি আমি গর্ভপাতও নাকি করিয়েছি। তাও একাধিকবার।’

তিনি লেখেন, ‘বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া সত্যিই খুব যন্ত্রণা দেয়। আমাকে এ সময়টা একটু একা থাকতে দিন। নিজেকে একটু গুছিয়ে নিতে দিন। এ সময়ে যারা ব্যক্তিগত আক্রমণ করছেন, তারা নির্দয় বটে। তবে কথা দিচ্ছি, এভাবে আঘাত করে আমার মনোবল ভেঙে দেওয়া যাবে না। এ আক্রমণ বা অন্য কিছুই আমাকে ভাঙতে পারবে না। সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনে এক রাতে ৬০০’র বেশি ড্রোন-মিসাইল হামলা চালাল রাশিয়া

রাশিয়া এক রাতে ইউক্রেনের দিকে ৫৭৪টি ড্রোন ও ৪০টি মিসাইল ছুড়েছে—যা সাম্প...

‘১% মিডিলম্যান, ৫% মিনিস্ট্রির’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সেক্রেটারির বিরুদ...

ভাত না জোটার দেশে হাঁসের মাংসবিলাস শোভনীয় নয়: আলাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দুই...

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় ৪ সেপ্টেম্বর

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলার সব আসামির খালাসের বিরুদ্ধে...

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ অনুমোদন

‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ নীতিগত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা