বিনোদন ডেস্কঃ
ফের টলিউডে থাবা বসাল কোভিড ১৯। করোনায় আক্রান্ত হলেন অভিনেতা সোহম চক্রবর্তী। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অভিনেতার স্ত্রী এবং পরিবারের অন্যান্যদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
টালিউডে একের পর এক অভিনেতার করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলছে। কোয়েল মল্লিক এবং রাজ চক্রবর্তী আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে তারা ফের শুটিং শুরু করেছেন।
কলকাতার বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার বেশ কয়েকজন অভিনেতা এবং অভিনেত্রীর করোনায় আক্রান্ত হয়েছেন। নির্দিষ্ট নিয়ম মেনে শুটিং করলেও অনেকের করোনার কবলে পড়ছেন।