শিক্ষা

অডিও'র জেরে আবারো উপাচার্য কার্যালয়ে তালা 

ইবি (প্রতিনিধি) : ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্যের কণ্ঠস্বদৃশ্য নিয়োগ অডিও ফাঁসের জেরে তার অপসারণের দাবিতে আবারো উপাচার্য কার্যালয়ে তালা লাগিয়েছে বিশ্ববিদ্যালয়ে চাকরীপ্রত্যাশী কিছু ছাত্রলীগকর্মী।

আরও পড়ুন: বাবার লাকড়ির আঘাতে ছেলের মৃত্যু

সোমবার (২০ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের মতো তালা লাগিয়ে আন্দোলন করে তারা। তবে আধ ঘন্টা পরেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশে গেটের তালা ভেঙ্গে কার্যালয়ে প্রবেশ করেন ইবি থানা পুলিশ। সেই সাথে ক্যম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।

ক্যাম্পাস সূত্রে, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপাচার্য অধ্যাপক ড শেখ আবদুস সালামের চারটি নিয়োগ অডিও ফাঁস হয়৷ যেখানে একজনকে নিয়োগের প্রশ্ন বলে দেয়াসহ নানান কথা বলতে শুনা যায় উপাচার্যকে। তবে এটি একটি ফেইক কনটেন্ট বলে থানায় জিডি করেছেন উপাচার্য।

এদিকে ফাঁস হওয়া অডিও'র জেরে গত শনিবার উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে তার অপসারণের দাবিতে উপাচার্য কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশী সাবেক কিছু ছাত্রলীগকর্মী। পরে সোমবার আবারো তালা লাগিয়ে কার্যালয়ের সামনে স্লোগান দিতে থাকে তারা৷ এসময় সাবেক ছাত্রলীগকর্মী টিটু মিজান ও রাসেল জোয়ার্দ্দারের নেতৃত্বে প্রায় ২০জন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: উলিপুরে প্রতিবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

পরে একপর্যায়ে তারা তালা ঝুলিয়ে চলে গেলে সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের নির্দেশে তালা ভেঙ্গে ভিতরে তল্লাশি চালায় পুলিশ ও ডিএসবি। কার্যালয়ে ইলেক্ট্রনিক ডিভাইস কিংবা তথ্য আদান প্রদানে ব্যবহৃত গোপন যন্ত্রপাতির উপস্থিতি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এ তল্লাশি চালায় তারা। তবে কোন কিছু পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি উপস্থিত ছিলেন।

এ ঘটনার পর প্রসাশন ভবনের সামনেসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এবিষয়ে ইবি থাানার ওসি আন নুর জায়েদ বিপ্লব বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে আমরা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করেছি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

তবে বিষয়টি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম গণমাধ্যমকে বলেন, আজকে বাসা থেকেই অফিস করেছি। বিষয়টি নিয়ে আমি কোন পেরেশানে যেতে চাই না। তাই বিভিন্ন স্টোকহোল্ডারের সাথে কথা বলেছি। আমাদের আটকালে প্রসাশন আছে, তাদেরকে জানাবো৷

আরও পড়ুন: আ’লীগ নেতার বাড়িতে ডাকাতি

এদিকে অডিও'র বিষয়টি নিয়ে ব্যাখা দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এনিয়ে তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে কর্তৃপক্ষের একটি লিখিত বার্তা দেয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, ব্যাক্তিগত আলাপ-আলোচনা সংযোজন, বিয়োজন করে এটি করা হয়েছে। নিয়োগ বোর্ডটি এখনো অনুষ্ঠিতই হয়নি। তার কোন প্রশ্নপত্রও তৈরি হয়নি। নিয়োগ বোর্ডের সকলের উপস্থিতিতেই পরীক্ষার ঠিক পূর্ব মূহুর্তে এটা করা হয়। ইউজিসি চাইলে বিষয়টি খতিয়ে দেখতে পারে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্ব্যবহারের কারণে এনসিপির সংবাদ সম্মেলন বর্জন

রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্য...

ঘূর্ণিঝড় নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি...

ফিলিস্তিনের জলসীমায় ইসরায়েলের কোনো কর্তৃত্ব নেই

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলের 'আক্রমণ ও আগ্রাসনের' নিন্দা জা...

বিশ্বের শীর্ষ ধনী এখন ইলন মাস্ক, মোট সম্পদ ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্...

লুটপাটের ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা 

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধ...

শাপলা নয় এনসিপিকে বালতি-বেগুনসহ ৫০ প্রতীকের অপশন

শাপলা প্রতীক নয় বরং বেগুন, বালতিসহ ৫০টি প্রতীক থেকে জাতীয় নাগরিক পার্টিকে (এন...

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এইডস ম...

আ. লীগের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনো তৎপর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজ...

লুটপাটের ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা 

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধ...

গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটক, নিরাপত্তার দাবি জামায়াতের

গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় ইসরায়েলের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা