ছবি-সংগৃহীত
খেলা

আবারো মুশি-তাসকিন ঝলক

স্পোর্টস ডেস্ক : জিম-আফ্রো টি-টেন লিগে আবারো ঝলক দেখালেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। গতকাল (শনিবার) বুলাওয়ে ব্রেভসের তৃতীয় ম্যাচে জ্বলে উঠেন তাসকিন। নির্ধারিত দুই ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন এই টাইগার পেসার। একইদিন জোবার্গ বাফেলোর হয়ে শেষদিকে নেমে ১২ বলে ১৯ রান করেন মুশফিক। তবে শেষ পর্যন্ত দলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় এই দুই টাইগার ক্রিকেটারকে।

আরও পড়ুন : তাসকিনের তোপ, মুশফিক ঝড়

টুর্নামেন্টে আসরের উদ্বোধনী দিনেই মুখোমুখি হয়েছিলেন মুশফিক-তাসকিন। ম্যাচটিতে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠ ছাড়ার আগে ১১ রানেই তিন উইকেটের দুর্দান্ত স্পেল করেন তাসকিন। তাদের প্রতিপক্ষ বাফেলোর হয়ে মুশফিক করেন ২৩ বলে ৪৬ রান। তবে সেই ম্যাচটি মুশফিকের দল জিতে নেয়।

গত রাতে হারারেতে ডারবানের মুখোমুখি হয় টাইগার উইকেটরক্ষক ব্যাটারের দল বাফেলো। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দলটির অধিনায়ক ও সাবেক পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ইংলিশ ব্যাটার টম ব্যান্টন এক পাশ দিয়ে ঝড় তুললেও অন্য পাশে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল।

উইল স্মিথ, হাফিজ, ইউসুফ পাঠানরা কেউই দ্রুতগতিতে রানের চাকা বাড়াতে পারেননি। অষ্টম ওভারে মুশফিক আউট হওয়ার আগে করেছিলেন ১২ বলে ১৯ রান। তবে ব্যান্টনের ৩১ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসে জোবার্গ বাফেলোস তোলে ৯৪ রান।

আরও পড়ুন : দুর্দান্ত সাকিব, ব্যর্থ লিটন

সেই রান তাড়ায় আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাইয়ের ২৩ বলে ৪১ রানের ইনিংসে ৫ বল বাকি থাকতেই টপকে যায় ডারবান কালান্দার্স। এ নিয়ে দুই ম্যাচে মুশফিকদের জয় একটিতে।

অন্যদিকে, টস জিতে কেপটাউনের বিপক্ষে আগে ব্যাট করে বুলাওয়ে ব্রেভস। এদিন কোনো ব্যাটারই সেভাবে জ্বলে উঠতে পারেননি। আগেরদিন ঝলক দেখানো দলটির অধিনায়ক সিকান্দার রাজা করেছেন ১৮ বলে মাত্র ১৭ রান। তাতে বুলাওয়ের তুলতে পারে ৮৬ রান।

আরও পড়ুন : শেষ ওভারের নাটকীয়তায় ড্র!

স্বল্প পুঁজি ডিফেন্ড করতে নেমে বুলাওয়েকে ভালো শুরু এনে দেন তাসকিন। বল হাতে প্রথম ওভারেই ফেরান আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে।

তবে টি-টেনের মতো মারকাটারি ফরম্যাটে তাদের পুঁজি জয়ের জন্য যথেষ্ট ছিল না। যা প্রতিপক্ষ কেপটাউনের ব্যাটেই টের পাওয়া যায়। ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় তারা। এ নিয়ে তিন ম্যাচে দুই হারের বিপরীতে তাসকিনদের জয় মাত্র একটি। তিন ম্যাচে ৫ উইকেট নিয়েছেন তাসকিন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা